Vastu Tips: এই গাছগুলি বাড়িতে দুর্ভাগ্য ও দারিদ্র্ নিয়ে আসে, ভুলেও লাগাবেন না !
বাস্তুশাস্ত্রে বৃক্ষ ও উদ্ভিদের বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছু গাছ ঘরে সমৃদ্ধি আনে, আবার কিছু গাছ ঘরে দারিদ্র আনতে কাজ করে। এই ধরনের গাছ লাগানো উচিত নয়
মনে করা হয় যে, মেহেদি গাছে অশুভ শক্তির বাস। বাড়িতে এই গাছ লাগালে নেতিবাচক শক্তির সঞ্চার হয়। এতে ঘরের সুখ-শান্তি নষ্ট হতে পারে।
বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা বলা হয়েছে, যা ঘরে লাগালে দুর্ভাগ্য ও দারিদ্র দূর হয়। অনেক সময় মানুষ না জেনে এসব গাছ লাগায়, যা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
বাস্তুশাস্ত্র অনুসারে, তেঁতুল গাছ ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। এটি লাগালে ঘরে সর্বদা ভয় ও আতঙ্কের পরিবেশ থাকে। সেজন্য ঘরে লাগানো উচিত নয়।
ভুল করেও বাড়ির আঙিনায় খেজুর গাছ লাগাবেন না। এটা খুবই অশুভ বলে মনে করা হয়।
এই গাছ দেখতে খুব সুন্দর হলেও, এটি লাগালে বাড়ির সদস্যদের মধ্যে ঘৃণা বেড়ে যেতে পারে।
ঘরে লাগানো কোনও গাছ শুকিয়ে গেলে তা তুলে ফেলাই ভাল। বাস্তু অনুসারে, শুকনো গাছ এবং গাছপালা ঘরে দুঃখ আনে এবং নেতিবাচকতা বাড়ায়।
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বাড়ির ভিতরে ও চারপাশে কখনই কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। এতে ঘরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এ ধরনের গাছপালা পারস্পরিক দূরত্ব বাড়িয়ে দেয়।
শাস্ত্র মতে, ঘরে বাবলা গাছ লাগালে বিবাদ বাড়ে। এতে পরিবারের সদস্যরা মানসিকভাবে অসুস্থ হতে শুরু করে। এটি বাড়ির আশপাশে রাখাও অশুভ বলে মনে করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -