Astrology: ৩০ নভেম্বর শুক্রের রাশি পরিবর্তন, মা লক্ষ্মীর কৃপালাভ করতে পারেন এই রাশির জাতকরা

Venus: জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে খুবই শুভ গ্রহ বলে মনে করা হয়। শুক্র ধন, বৈভব, ঐশ্বর্য ও ভোগ-বিলাসের প্রতীক।

ফাইল ছবি

1/10
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের প্রচুর গুরুত্ব রয়েছে। সময়ে সময়ে তাদের অবস্থার পরিবর্তন হয়। যার প্রভাব পড়ে সব রাশির জীবনে।
2/10
জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে খুবই শুভ গ্রহ বলে মনে করা হয়। শুক্র ধন, বৈভব, ঐশ্বর্য ও ভোগ-বিলাসের প্রতীক।
3/10
আগামী ৩০ নভেম্বর রাত ১২টা ৫মিনিটে ট্রানজিট করবে শুক্র। শুক্রদেব তার নিজের অধীনস্থ রাশি কন্যা থেকে বেরিয়ে তুলা রাশিতে ট্রানজিট করবে।
4/10
শুক্রের এই অবস্থান পরিবর্তনে, কিছু রাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে।
5/10
মিথুন - শুক্রের সিংহ রাশিতে আসার ফলে বৃষ রাশির জাতকরা জীবনে ভাল ফল পাবে। তার ফলে, আপনার সুখ-সুবিধা বাড়বে। এই রাশির জাতকদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে। প্রোমোশনও পেতে পারেন। এই রাশির শুভ প্রভাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে।
6/10
মিথুন- এই ট্রানজিটের প্রভাবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সাফল্য পাবেন। যদি আপনি কোনও সৃজনশীল কাজে যুক্ত থাকেন, তাহলে বিশেষভাবে লাভবান হবেন। এই রাশির জাতকরা মনের মতো ফল পাবেন। কেরিয়ারে লাভবান হবেন। আয়ও বাড়বে।
7/10
তুলা - শুক্রের ট্রানজিটের কারণে ভাল ফল পাবে এই রাশির জাতকরা। সব ক্ষেত্রে লাভবান হবেন। আর্থিক অবস্থা মজবুত হবে।
8/10
তুলা - এই সময়ে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনও বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। সব দায়িত্ব ভাল করে পালন করবেন। আটকে থাকা সব কাজ শেষ হয়ে যাবে।
9/10
বৃশ্চিক - এই রাশির যাঁরা চাকরি করছেন, তাঁদের উন্নতি করার পুরো সম্ভাবনা আছে। আধ্যাত্মিক উন্নতির জন্য এই সময়টা ভাল। পার্টনারের সঙ্গে বিদেশ যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
10/10
বৃশ্চিক - যাঁরা অবিবাহিত, তাঁরা খুশির খবর পেতে পারেন শুক্রের গোচরের কারণে। আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। ভাল খবর পেতে পারেন।
Sponsored Links by Taboola