Shani Asta: শিবরাত্রির পরই চঞ্চল শনি! বাড়ছে শক্তি, এই রাশিদের ভরিয়ে দেবেন বড়ঠাকুর

Shani Asta 2025:এই সময় শুভ সংযোগের কারণে আজকের দিনটি বেশ কিছু রাশির জন্য শুভ

শনির অস্তে বড় প্রভাব রাশিচক্রে

1/7
চাঁদের গোচরের কারণে বৃহস্পতির সঙ্গে কেন্দ্র স্থানে অবস্থান করে শুভ যোগ তৈরি করছে এই গ্রহ। এ ছাড়াও শিব ও সিদ্ধি যোগের প্রভাবও থাকবে আজ।
2/7
শিবের শক্তিতে শনি-বুধ আরও শক্তিশালী! অস্তের আগেই সূর্যপুত্র ভরিয়ে দেবেন ৩ রাশিকে।
3/7
এই সময় শুভ সংযোগের কারণে আজকের দিনটি বেশ কিছু রাশির জন্য শুভ, লাভের সুযোগ পাবেন এই রাশির জাতকরা।
4/7
চাঁদ আজ কুম্ভ রাশিতে অবস্থান করবে। এই রাশিতে চাঁদ, সূর্য, বুধ ও শনির যুতির কারণে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। ব্যবসা, শিক্ষা, চাকরিতে বিরাট উন্নতির রাস্তা তৈরি হবে ৷ ৩ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই সময়ে ৷
5/7
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড়সড় মুহূর্ত আসতে চলেছে ৷ ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ আর্থিক অবস্থা অত্যন্ত মজবুত হতে চলেছে ৷ চাকরির ক্ষেত্রে নতুন সংবাদ কিছু পাবেন জীবন হবে স্বপ্নপূরণের রূপকথা ৷ বিনিয়োগের জন্য জীবন আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ সব মিলিয়ে এবার আরও সুন্দর পরিস্থিতি আসতে চলেছে ৷
6/7
এই রাশির জাতকরা আজ নতুন কিছু করার চেষ্টা করবেন ও এতে সফল হবেন। ভাইদের কাছ থেকে বিশেষ বস্তু অর্জন করতে পারেন। ব্যবসায়ীরা সমস্ত ধরনের বেটিং থেকে দূরে থাকুন। চাকরিজীবী জাতকরা আজ সহকর্মীর জন্য টাকার ব্যবস্থা করতে পারেন। সমাজে আপনাদের মান-সম্মান বাড়বে।
7/7
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শনি-বুধের মহামিলন অত্যন্ত ভাল সময় নিয়ে আসতে চলেছে ৷ অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন ৷ সংসার হবে সুখের ৷ আত্মবিশ্বাস এবার আগের থেকে বেশি হতে পারে ৷ ব্যবসা বাণিজ্যে অত্যন্ত বড়সড় মুহূর্ত আসতে চলেছে ৷ চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও সাফল্য জীবনে নানান ধরনের সুবিধা পাবেন জাতক-জাতিকারা ৷
Sponsored Links by Taboola