Shani Astrology : কালই শনিবার, খুব সাবধান হয়ে যান, এই কাজ করলে রক্ষে পাবেন না বড়ঠাকুরের রোষ থেকে

বড় ঠাকুরের রোষ এড়াত কী করবেন, কী করবেন না

1/9
শনিদেবের আশীর্বাদ যে কোনও রাশির জাতকদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। শনি কঠোর পরিশ্রমের কারক। সবাই জানে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। কর্মফল প্রদানকারী হলেন শনি। এই কারণে শনিদেবের একটি নাম কর্মফলদাতা।
2/9
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি যখন প্রতিকূল অবস্থানে থাকে, তখন যে কোনও ব্যক্তির জীবন সংগ্রাম কঠিন হয়ে পড়ে। শনির রোষ জীবন সমস্যায় ভরিয়ে দেয়। তাই শনিদেবকে খুশি রাখা প্রয়োজন।
3/9
শনিকে খুশি রাখতে এমন কাজ করা উচিত নয় যা শনিদেবকে রাগিয়ে তোলে। শনিদেবের স্বরূপ বোঝা খুবই জরুরি। জ্যোতিষ শাস্ত্রে শনিকে নিয়ম ও অনুশাসনের কারক বলে মনে করা হয়। শনি মিথ্যা কথা পছন্দ করেন না।
4/9
যাঁরা কাজে উদাসীন, তাঁদের শনি পছন্দ করেন না। মহাদশা, অন্তর্দশা, সাড়ে সাতি এবং ধৈয়ায় শনির রোষ মানুষকে ঘায়েল করে। তবে ভগবানের প্রতি আনুগত্য, কাজের প্রতি নিবেদন, এসবই শনির খুব প্রিয়।
5/9
শনি দুর্বল প্রাণিদের প্রতি অতি সদয়। যে সব প্রাণি কথা বলতে পারে না, অনুভূতি প্রকাশ করতে পারে না, প্রকৃতির উপর নির্ভরশীল থাকে ইত্যাদি তাদের কখনই ক্ষতি করা উচিত নয়। তাহলে শনিদেব রেগে যান।
6/9
শনি মহারাজকে ন্যায়ের দেবতাও বলা হয়। গ্রহগুলোর মধ্যে বিচারকের মর্যাদা পেয়েছে শনি। কিছু ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য যে কোনও সময় মিথ্যা বলতে প্রস্তুত থাকে। শনিদেব এমন লোকদের কঠোর শাস্তি দেন।
7/9
যারা অন্যের অধিকার হরণ করে তাদের শনিদেব কখনও ক্ষমা করেন না। কিছু মানুষের হাতে ক্ষমতা এলে, তারা অন্যদের হয়রানি শুরু করে, টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। শনি তাদের মহাদশা, সাড়ে সাতি এবং ধইয়ার সময় এই ধরনের লোকদের শাস্তি দেয়।
8/9
শনি দেবতার রোষের প্রভাব থেকে নিজেদের রক্ষা করার জন্য ভক্তরা শনিবার ভগবান হনুমানের পুজো করেন।
9/9
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Sponsored Links by Taboola