Shani Astrology : শনির তীক্ষ্ণ নজর, সাবধানে থাকুন এই ৩ রাশি, ২০২৫ হতে পারে কঠিন
শনিদেব ন্যায়ের দেবতা । তিনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন। শনি খুব ধীর গতির গ্রহ। শনিদেব প্রায় আড়াই বছর এক রাশিতে অবস্থান করেন। সারা বছরই শনিদেব তার কুম্ভ রাশিতে থাকবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনি গ্রহের এই স্থানান্তরের সঙ্গে সঙ্গ কয়েকটি রাশির সাড়ে সাতি শেষ হবে, আর কয়েকটি রাশির সাড়ে সাতি শুরু হবে। মীন রাশির পথে এবার হাঁটবেন শনি। এতে কাদের সমস্যা বাড়তে চলেছে ।
২০২৫ এর ২৯ মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতকদের প্রতিকূল সময় শুরু হবে। এই রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি চলবে।
মেষ রাশির হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে। কর্মজীবনেও কিছু সমস্যা আসবে, তা আবার কেটেও যাবে।
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৫ সালটি শনি গ্রহের অবস্থান অনুকূল নয়। কর্মক্ষেত্রে অনেক চাপের সম্মুখীন হতে হবে।
পরিবারে মতভেদ আসতে পারে। সঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। চাকরি ও ব্যবসায়ও ক্ষতির আশঙ্কা আছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।
শনির রাশি পরিবর্তনের জন্য কুম্ভ রাশির জাতকদের জীবনে সমস্যা আনতে পারে। শনির সাড়ে সাতির পর্ব শেষ হবে এই রাশির ক্ষেত্রে।
দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে। এই রাশির জাতকরা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। সম্পর্কও তিক্ত হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -