Shani Astrology: অন্যায়কারীদের আজই সবক শেখাবেন শনি,বিশ্বাসঘাতকদের হবে বিচার,কোন রাশির কপালে কী

মীন রাশিতে গোচর করেছেন শনি। চন্দ্রমা (Moon) এই দিন বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে পরিভ্রমণ করবেন। এটা আবার শনির প্রিয় নক্ষত্র । 

অন্যায়কারীদের আজই শবক শেখাবেন শনি

1/10
আজ শনি দেব (Shani Dev) অনুরাধা নক্ষত্রের ছায়ায় থাকবেন, যা গভীর রহস্য এবং ন্যায়ের ইঙ্গিত দেয়। এই দিন আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে কয়েকটি যোগ।
2/10
মীন রাশিতে গোচর করেছেন শনি। চন্দ্রমা (Moon) এই দিন বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে পরিভ্রমণ করবেন। এটা আবার শনির প্রিয় নক্ষত্র ।  ব্যতিপাত যোগ এবং কৃষ্ণ পক্ষের সংযোগ এই দিনটিকে আরও রহস্যময় করে তুলছে।
3/10
এই দিন শনি এবং চন্দ্রমার এই যোগ রাজনৈতিক বা প্রশাসনিক ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়। পুরানো অসম্পূর্ণ কাজের হিসাব দিতে হতে পারে।  সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা অন্যায়, বৈষম্য বা দুর্নীতির ঘটনায় অপ্রত্যাশিত মোড় আসতে পারে।
4/10
মানব চেতনায় প্রভাব ফেলতে পারেন শনিদেব ও চন্দ্রমা।  এই দিনটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ববহ। আত্ম-সমীক্ষা এবং পুনর্জাগরণের দ্বার খুলে যেতে পারে। 
5/10
 অনুরাধা ও ব্যতিপাতের যোগে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা রহস্যময় দুর্ঘটনা সম্ভব। শনির এই অবস্থান নিয়ে পদ্ম পুরাণ এবং স্কন্দ পুরাণে উল্লেখ আছে। বলা হয়, যখন চন্দ্রমা শনির নক্ষত্রে প্রবেশ করে, তখন অধার্মিকদের উপর ন্যায়ের শাসন চলে। তাই ১৬ এপ্রিল দিনটি গুরুত্বপূর্ণ। 
6/10
এদিন পঞ্চাঙ্গ অনুসারে, মেষ রাশির রাগ বাড়বে  এবং কাজে বাধা আসতে পারে। বৃষ রাশি মানসিক ক্লান্তি আসতে পারে। বাক্যে সংযম প্রয়োজন। মিথুন রাশি হলে কিছু রহস্য উন্মোচিত হতে পারে , পুরানো সম্পর্ক ভেঙে যেতে পারে।
7/10
কর্কট রাশি হলে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। সিংহ রাশি হলে আইনি বা প্রশাসনিক জটিলতা বাড়বে। কন্যা রাশি হলে, পারিবারিক কলহ থেকে দূরত্ব বজায় রাখুন।
8/10
তুলা রাশি হলে শনির কৃপায় হঠাৎ লাভ হতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের মনে গভীর দ্বন্দ্ব চলবে।  সিদ্ধান্ত নেওয়া কঠিন। ধনু রাশি হলে ভ্রমণের যোগ আছে এবং মানসিক অস্থিরতা চলবে। 
9/10
মকর রাশি হলে শনির দ্বিগুণ প্রভাব বাড়বে। ধৈর্য্য প্রয়োজন। কুম্ভ রাশির  আত্মনির্ণয় এবং পরিবর্তনের সময়। মীন রাশি হলে সন্তান বা শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। 
10/10
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola