shani: কেন এ সময় কষ্টে আছেন বড়ঠাকুর? ভুল করলে এই ২ রাশির ওপরই পড়বে সবথেকে বেশি কোপ
শনিদেবের ক্রোধ ভয়ানক। আগস্ট মাসে এখন শনি উল্টো পথে চলছে। তাই শনিকে উত্যক্ত করা উচিত নয়। শনি যদি পশ্চাদগামী থাকে, তবে এই সময়ে শনি মহারাজকে সমঝে চলা দরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনি যখন পিছন দিকে হাঁটেন, জ্যোতিষশাস্ত্রের মতে এই সময় শনির মেজাজ ভাল থাকে না। মনে করা হয়, শনির পায়ে ব্যথা হয় ।
মনে করা হয়, শনিদেবের পায়ে ব্যথার কারণে পিছু হাঁটতে খুব কষ্ট হয়। এই কারণেই বলা হয় যে শনি তাঁর বিপরীতমুখী অবস্থায় কষ্টে থাকেন, এমন পরিস্থিতিতে কেউ তাঁকে উত্যক্ত করলে তিনি তাঁকে ছাড়েন না।
শনি ন্যায়ের দেবতা। ভগবান শিব শনিদেবকে কলিযুগের বিচারকের পদ দিয়েছেন। কলিযুগে, শুধুমাত্র শনিই কর্মের ভিত্তিতে সকলকে ফল প্রদান করে।
শনি মনে করেন, ধনী হতে গেলে অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হবে। যারা কঠোর পরিশ্রম করে না, তারা শনির আশীর্বাদ পায় না।
প্রতারণা পছন্দ করেন না বড়ঠাকুর। শনি সৎ ও পরিশ্রমী মানুষকে বেশি ভালোবাসেন। যারা নিজের সুবিধার জন্য ভাই-বোন, বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, চাকর-বাকর, দুর্বল মানুষকে ঠকায়, শনি তাদের উপর ক্রুদ্ধ হয়।
অন্যদের অপমান করলে শনিদেব রেগে যান। ক্ষমতার অপব্যবহার করলে জীবনে অনেক সমস্যা তৈরি হয়।
শনিদেব ১৫ নভেম্বর পর্যন্ত বিপরীত দিকে যাবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে শনির রাগ হয়। শনির প্রভাবে কর্মজীবন ও চাকরিতে সমস্যা হতে পারে।
বিশেষ সতর্ক থাকুন, কর্কট রাশি হলে। শনির ধাইয়া চলছে। এমন পরিস্থিতিতে ভুল করেও এমন কিছু করবেন না যাতে শনি মহারাজ আপনাকে শাস্তি দিতে বাধ্য হন।
এছাড়াও কুম্ভ রাশিকে থাকতে হবে সতর্ক। চলছে সাড়ে সাতি। যদি ভুল কাজ করেন তবে শনিদেব অন্যদের চেয়ে বেশি কষ্ট দেবেন। শনির ক্রোধ থেকে বাঁচতে গরীবদের সাহায্য করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -