Shani Astrology : শনির রোষ নয়, শুধু কৃপাই থাকে ৫ রাশির সঙ্গে, কঠিন চ্যালেঞ্জও পার করিয়ে দেন সহজেই
ভারতীয় জ্যোতিষশাস্ত্রে শনিকে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় । শনি শুধুমাত্র কৃত কর্মের ফল প্রদান করেন । তিনি অন্যায় কাজের জন্য শাস্তি যেমন দেন, নীতিনিষ্ঠদের পাশেও থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫ রাশির প্রতি শনি বিশেষ সদয় থাকেন। কঠিন সময়ে দয়ালু থাকেন। শনির মহাদশাতেও এঁরা খুব বেশি সমস্যায় থাকেন না।
শনি মকর রাশির শাসক অধিপতি । এই রাশির জাতক জাতিকারা ভগবান শনির আশীর্বাদধন্য। মকর রাশির জাতকরা শনি গ্রহের ন্যূনতম প্রতিকূল প্রভাব পায়।
শনির সাড়ে সাতি বা ধইয়ার পর্যায় অতিক্রম করে এরা বেশ সহজে। মকর রাশিদের যুক্তিবুদ্ধি বেশ ভাল। এঁদের নেতৃত্ব দেওয়ার গুণাবলী রয়েছে । শনির কৃপায় জাতকরা কর্মক্ষেত্র, ব্যবসা বা রাজনীতিতে উন্নতি লাভ করে।
বৃষ রাশি শুক্র দ্বারা পরিচালিত হয় । শুক্র ও শনি বন্ধুত্বপূর্ণ গ্রহ। ফলস্বরূপ, শনি সর্বদা এই রাশির জাতকদের পক্ষে থাকেন এবং ইতিবাচক ফল প্রদান করেন।
শুক্রের দশা এবং শনিদেবের আশীর্বাদের সঙ্গে মিলিত। শনির আশীর্বাদে এই রাশির জাতকরা সর্বাধিক সাফল্য, সমৃদ্ধি, খ্যাতি, আধ্যাত্মিক আনন্দ লাভ করে।
তুলা রাশির জাতকরা শনির অতি প্রিয়। শনির আশীর্বাদে তুলা রাশির জাতকরা উচ্চপদে থাকেন । তুলা রাশির জাতকরা শনির বিশেষ কৃপা ও আশীর্বাদ পান।
পশু এবং অভাবী মানুষদের প্রতি দয়া দেখালে শনি আরও স্নেহের নজরে দেখেন এদের। শনির কৃপায় প্রচুর সাফল্য, অর্থ, খ্যাতি এবং সুখ দেয় আসে এই রাশিচিহ্নগুলির। শনি গ্রহ তাদের উন্নতির পথে সাহায্য করে।
কর্কট রাশির জাতক জাতিকারা শনি গ্রহের কৃপা লাভ করে এবং শনির মহাদশাতেও এরা কম সমস্যায় পড়েন। কর্কট রাশির জাতকরা শিল্প, লেখালেখি, সাংবাদিকতা এবং সরকারি চাকরির মতো সৃজনশীল ক্ষেত্রে প্রচুর সাফল্য, সম্মান এবং সম্পদ লাভ করেন।
কুম্ভ রাশির শাসক শনি সর্বদা জাতকদের উপর তাঁর আশীর্বাদ এবং অনুগ্রহ বর্ষণ করেন। কুম্ভ রাশিরা খুব কম ক্ষেত্রেই অর্থ ও খ্যাতির অভাব অনুভব করেন। কারণ ভগবান শনির কৃপা থাকে সর্বক্ষণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -