Shani Astrology: এদের শরণ নিলে ছুঁতে পারবে না শনির প্রকোপ! সাড়েসাতি-ধইয়াতেও লাঘব হবে কষ্ট
শনিদেবকে বিচারের দেবতা বলে মানা হয়। প্রচলিত বিশ্বাস রয়েছে, সবার সকল কর্মের উপর প্রখর দৃষ্টি থাকে শনিদেবের, সেই মতো ফল প্রদান করেন তিনি। শনিদেবের নামেই যুগপৎ ভয় ও সম্ভ্রম থাকে যে কোনও মানুষের মনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু শনির কোপ এড়ানোর জন্য কিছু দেবতার শরণে নেওয়ার কথাও রয়েছে। বিশ্বাস করা হয়, কিছু কিছু দেবতার ভক্তদের উপর সেভাবে কুপিত হন না শনি। সেই বিশেষ কিছু দেবতার শরণ নিলে শনির কোপ অনেকটাই এড়ানো যায়।
সাড়েসাতি বা ধইয়ার মতো শনির প্রকোপ থেকে রক্ষা পেতে এই দেবতাদের পুজো করেন অনেকেই। নিয়ম মেনে আরাধনা করলে সাড়েসাতি বা ধইয়ার সময় কষ্ট লাঘব হয় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে।
শনিদেব ভগবান শিবকে শ্রদ্ধা করেন। কিংবদন্তি অনুসারে, বেশ কিছু ঘটনার কারণেই ভগবান শিবকে সম্ভ্রম এবং শ্রদ্ধার চোখে দেখেন শনিদেব। বিশ্বাস করা হয় যে ভগবান শিবের আরাধনা করলে শনির প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়।
ভগবান হনুমানের শরণ নিলে বাঁচা যায় শনিদেবের প্রকোপ থেকে। পৌরাণিক কাহিনি অনুযায়ী, ভগবান হনুমান একবার বিপদ থেকে রক্ষা করেছিলেন শনিদেবকে। সেই সময় শনিদেব তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভগবান হনুমানের শরণ নিলে কোনও ক্ষতি করবেন না শনিদেব।
শনিদেব শ্রী কৃষ্ণের পরম ভক্ত। শনিদেব ভগবান শ্রী কৃষ্ণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কৃষ্ণভক্তরা যাঁরা ভাল কাজ করবেন তাঁরা তাঁর সাদাসতী এবং ধইয়ার দ্বারা প্রভাবিত হবে না।
স্ত্রীকেও ভয় পান শনিদেব। কিংবদন্তি অনুসারে, স্ত্রীর অভিশাপের পরে, শনিদেবের দৃষ্টি এমন হয়েছিল যে তিনি যাঁর দিকে তাকাবেন তাঁর ক্ষতি হবে।
শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পেতে মানুষ পিপুল গাছের পুজোও করে থাকে। কথিত আছে শনিদেবও পিপুল গাছকে ভয় পান।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -