Shani : শনি হবে না রুষ্ট, কাটিয়ে দেবেন সব বাধা, শুধু ভক্তি রাখুন এই তিন দেবতায়

Shani : শনিকে তুষ্ট রাখার উপায়

1/7
আপনি শনি দেবের পুজো করলে অবশ্যই ফল পাবেন, তবে আপনি যদি শনি দেবের সঙ্গে এই তিন দেবতার পুজো করেন তাহলে শনিদেব খুব দ্রুত প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত কাজ সম্পন্ন করবেন।
2/7
শনিদেব তাঁর ভক্তদের কর্ম অনুসারে ফল দেন। কিন্তু শনিদেবের পুজোর সঙ্গে সঙ্গে এই দেবতাদের পুজো করলে শনিদেব প্রসন্ন হন এবং শুভ ফল দান করেন।
3/7
শনিদেব শ্রীকৃষ্ণের ভক্ত। বিশ্বাস করা হয় যে শনিদেব ভগবান কৃষ্ণকে খুশি করার জন্য মথুরার কোসিকালানে কোকিলাবনে কঠোর তপস্যা করেছিলেন। যেখানে তাঁর তপস্যায় খুশি হয়ে শ্রীকৃষ্ণ কোকিল রূপে তাঁর কাছে আবির্ভূত হন।
4/7
শনিদেবও ভোলানাথের জন্য কঠোর তপস্যা করেছিলেন। শনিদেবের পিতা সূর্যদেব তার মা ছায়াকে অপমান করেছিলেন যার ফলে শনিদেব দুঃখিত হয়ে কঠোর তপস্যা করেছিলেন
5/7
এরপর ভগবান শিব প্রসন্ন হয়ে শনিদেবকে সমস্ত গ্রহের বিচারক করে দেন।
6/7
হনুমানজির ভক্তদের উপর শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। শনিদেব প্রতিজ্ঞা করেছিলেন, তিনি তাঁর ভক্তদের কষ্ট দেবেন না।
7/7
শনিদেবের আরাধনার পাশাপাশি আপনিও যদি এই দেবতাদের পুজো করেন, তাহলে শনিদেব অবশ্যই আপনাকে শুভ ফল দেবেন এবং সমস্ত ঝামেলা থেকে রক্ষা করবেন।
Sponsored Links by Taboola