Shani Effect : শনির দৃষ্টিতে ঝুট ঝামেলায় ? কয়েকটি টোটকাতেই মিলবে স্বস্তি, জেনে নিন
শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনিদেবকে খুশি করার জন্য নানাভাবে পুজো করেন ভক্তরা। শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা। যে ব্যক্তি ভালো কাজ করেন তাঁকে শনি শুভ ফল দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযিনি খারাপ কাজ করেন তাঁর শাস্তি হয়। শনিদেবের আরাধনা করলে মানুষের জীবনের সমস্ত দুঃখ দূর হয়। কিছু সহজ ব্যবস্থা গ্রহণ করলে শনিদেবের আশীর্বাদ বর্ষিত হয়।
বিশ্বাস করা হয়, যদি শনিদেবের অশুভ দৃষ্টি থাকে, তবে খাবারে কালো নুন এবং কালো মরিচ ব্যবহার করা উচিত
শনিবার বানরকে ভাজা ছোলা খাওয়ালে উপকার পাওয়া যায়। এর পাশাপাশি মিষ্টি রুটিতে তেল মাখিয়ে কালো কুকুরকে দিলেও শনির কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়।
অনেকের পরামর্শ, শনির অশুভ অবস্থা চললে শনিবার মাংস খাবেন না। মদ্যপান করবেন না। শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে প্রতিদিন পুদো করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায় জপ করুন।
একটি লোহার পাত্রে সরিষার তেল ভরে ঘরের অন্ধকারে একটি তামার মুদ্রা রাখুন। এতে শনির অবস্থার উন্নতি হয়।
তি শনিবার বট ও পিপল গাছের নিচে সূর্যোদয়ের আগে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে খাঁটি কাঁচা দুধ অর্পণ করুন ও ধূপ দিন।
শনিবার, আপনার হাতের দৈর্ঘের একটি কালো সুতো নিন এবং মালা হিসাবে আপনার গলায় পরুন।
শনিবার, আপনার হাতের দৈর্ঘের একটি কালো সুতো নিন এবং মালা হিসাবে আপনার গলায় পরুন।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -