Shani Astrology : ২০২৫ এ অর্থ-যশ আকাশ ছোঁবে ৩ রাশির, শনি ও বুধের বিরাট সংযোগ সামনেই
দুটি প্রধান গ্রহ ৩০ বছর পর একটি সংযোগ তৈরি করছে। ১৯ জানুয়ারি রাত থেকে শনি এবং বুধ ৬০ ডিগ্রিতে থাকবে। এর ফলে ত্রি-একাদশ যোগ তৈরি করবে। এই যোগের কারণে ৩ টি রাশি জীবনে বড় সুবিধা পেতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধকে বিষ্ণুর অবতার হিসাবে মনে করা হয়। বুধ জীবনে সুখ নিয়ে আসে। বাধা দূর করে। ১৯ জানুয়ারি রাত থেকে শনি এবং বুধের বিশেষ সংযোগ তৈরি হবে।
এই বছরটি গ্রহ-পরিবর্তনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ । জ্যোতিষীদের মতে, ২০২৫ এ অনেক বড় গ্রহের মিলন ঘটবে, যা অনেক মানুষের ভাগ্যে প্রভাব ফেলবে।
কুম্ভ রাশিতে ২০২৫ এ এই রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো খবর নিয়ে আসবে। পুরানো বিনিয়োগ থেকে আর্থিক লাভ হতে পারে।
কুম্ভ রাশি হলে অফিসের বস কাজে খুশি হবেন । বিনিয়োগ বুঝে করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। বাক সংযম গুরুত্বপূর্ণ।
মেষ রাশির জাতক জাতিকা হলে শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন।
মেষ রাশির জাতক জাতিকা হলে চাকরি ক্ষেত্রে অগ্রগতি হবে। ২০২৫ এ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশির জাতক জাতিকা হলে আয় ভাল হবে। শৈল্পিক কাজে উন্নতি হবে। শনিদেবের আশীর্বাদ থাকবে। পদেন্নতি যোগও আসতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -