Shani Astrology : ২০২৫ এ অর্থ-যশ আকাশ ছোঁবে ৩ রাশির, শনি ও বুধের বিরাট সংযোগ সামনেই
১৯ জানুয়ারি রাত থেকে শনি এবং বুধের বিশেষ সংযোগ তৈরি হবে।
২০২৫ এ অর্থ-যশ আকাশ ছোঁবে ৩ রাশির
1/9
দুটি প্রধান গ্রহ ৩০ বছর পর একটি সংযোগ তৈরি করছে। ১৯ জানুয়ারি রাত থেকে শনি এবং বুধ ৬০ ডিগ্রিতে থাকবে। এর ফলে ত্রি-একাদশ যোগ তৈরি করবে। এই যোগের কারণে ৩ টি রাশি জীবনে বড় সুবিধা পেতে চলেছে।
2/9
বুধকে বিষ্ণুর অবতার হিসাবে মনে করা হয়। বুধ জীবনে সুখ নিয়ে আসে। বাধা দূর করে। ১৯ জানুয়ারি রাত থেকে শনি এবং বুধের বিশেষ সংযোগ তৈরি হবে।
3/9
এই বছরটি গ্রহ-পরিবর্তনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ । জ্যোতিষীদের মতে, ২০২৫ এ অনেক বড় গ্রহের মিলন ঘটবে, যা অনেক মানুষের ভাগ্যে প্রভাব ফেলবে।
4/9
কুম্ভ রাশিতে ২০২৫ এ এই রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো খবর নিয়ে আসবে। পুরানো বিনিয়োগ থেকে আর্থিক লাভ হতে পারে।
5/9
কুম্ভ রাশি হলে অফিসের বস কাজে খুশি হবেন । বিনিয়োগ বুঝে করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। বাক সংযম গুরুত্বপূর্ণ।
6/9
মেষ রাশির জাতক জাতিকা হলে শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন।
7/9
মেষ রাশির জাতক জাতিকা হলে চাকরি ক্ষেত্রে অগ্রগতি হবে। ২০২৫ এ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
8/9
মকর রাশির জাতক জাতিকা হলে আয় ভাল হবে। শৈল্পিক কাজে উন্নতি হবে। শনিদেবের আশীর্বাদ থাকবে। পদেন্নতি যোগও আসতে পারে।
9/9
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।
Published at : 06 Jan 2025 09:18 AM (IST)