চন্দ্র-শনির সংযোগে বিষ যোগ,তিন রাশির পদে পদে পরীক্ষা পরশু পর্যন্ত
বসন্ত পঞ্চমী ২০২৬ এ বিষ যোগ। ২৩শে জানুয়ারি শনি-চন্দ্রের মিলনে বিষ যোগ তৈরি হবে, যা বৃষ, সিংহ ও বৃশ্চিকের জন্য অশুভ। সতর্ক থাকুন।
Continues below advertisement
সরস্বতী পুজোর দিন ই বিষ যোগ
Continues below advertisement
1/6
আজ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই দিন সরস্বতী পুজো । ও বসন্ত পঞ্চমী পালিত হয়। নিঃসন্দেহে একটা শুভ দিন।
2/6
আজকের দিনে চন্দ্রের গোচর মীন রাশিতে হবে, যেখানে শনি আগেই এই রাশিতে বিরাজমান। এমন পরিস্থিতিতে শনি ও চন্দ্রের মিলনে ভয়ঙ্কর বিষ যোগ তৈরি হবে, যার প্রভাব ২৫শে জানুয়ারি ২০২৬ পর্যন্ত থাকবে।
3/6
শনি-চন্দ্রর সংযোগে গঠিত বিষ যোগ অনেক রাশির জন্য কঠিন সময় নিয়ে আসবে। তবে এমন তিনটি রাশি আছে যাদের এই যোগের কারণে বেশি সমস্যা হতে পারে। তাই এই রাশিদের সতর্ক থাকতে হবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে শুভ মনে করা হয় না। তবে শিবের আরাধনা করলে এর খারাপ প্রভাব কমে যায়।
4/6
বৃষ রাশি (Taurus)- বৃষ রাশির জন্য বিষ যোগ ক্ষতিকর প্রমাণিত হবে। আজ থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত সময় আপনার জন্য কঠিন হতে চলেছে, তাই আপনাকে খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে। আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে।
5/6
সিংহ রাশি (Leo)- বিষ যোগের ভয়ঙ্কর প্রভাবে সিংহ রাশির জাতকদের কর্মজীবনে বাধা আসতে পারে। বিবাদ বা মতবিরোধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে অথবা প্রতারিত হওয়ার সম্ভাবনাও আছে। এই সময়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে।
Continues below advertisement
6/6
বৃশ্চিক রাশি (Scorpio)- বিষ যোগের নেতিবাচক প্রভাব বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্যের উপর পড়বে। ঘর-পরিবারের লোকেদের মধ্যে বিবাদ হতে পারে। এই সময়ে আর্থিক ক্ষতিও হতে পারে অথবা আপনি কোনো কঠিন সমস্যায় পড়তে পারেন।
Published at : 23 Jan 2026 11:13 AM (IST)