Shani Dev 2025: আচমকা ধনলাভ, কর্মক্ষেত্রেও দুরন্ত সময়; ২০২৫-এ শনির কৃপায় ভাগ্য চমকাবে ৩ রাশির
মানুষের কর্ম অনুযায়ী তাঁকে ফল দেন। সেই কারণে শনিকে ন্যায়ের দেবতা বলা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনি যদি আপনার দিকে মুখ তুলে চান, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। কিন্তু, কোনো কারণে যদি তিনি রুষ্ট হন, তাহলে আর রক্ষে নেই ! নেমে আসবে দুঃসময়।
২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করবে। তাতে শনির প্রভাবে কিছু রাশির কেরিয়ার ও আর্থিক উন্নতি হবে। মিলতে পারে বিশেষ লাভ।
২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করার ফলে বাম্পার লাভ হবে তিন রাশির। ২০২৭ পর্যন্ত এই রাশিতেই থাকবে ন্যায়ের দেবতা।
কুম্ভ রাশি - সব ক্ষেত্রে সাফল্য পাবেন কুম্ভ রাশির জাতকরা। খুবই লাভবান হবেন। চাকরিজীবীরা বিশেষ লাভবান হবেন। চাকরি পেতে পারেন বেকাররা। প্রোমোশনের পাশাপাশি বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি - আচমকা ধনলাভ হতে পারে। আয়ের নতুন উৎস মিলতে পারে। সরকারি কাজে চলতে থাকা সমস্যা এবার কেটে যাবে।
বৃশ্চিক রাশি- এই সময়ের মধ্যে আপনি বকেয়া টাকা ফেরত পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। শনির রাশি পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে আর্থিক সমস্যা দূর হবে। পরিশ্রমের ফল মিলবে।
বৃশ্চিক রাশি- পুরনো বিবাদ মিটে যাবে। পৈতৃক সম্পত্তিতে লাভ হবে। ঋণ কমবে। কাজের জন্য অনেক দূর যেতে হবে। ব্যবসায় আকস্মিক লাভ হবে। দীর্ঘ যাত্রা হবে।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের জন্য শনির রাশি পরিবর্তন খুবই শুভ হবে। এই সময়ে আপনি পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। সমাজে সম্মান বাড়তে পারে।
কর্কট রাশি- ব্যবসায় আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। অপ্রয়োজনীয় খরচ থেকে মুক্তি পাবেন। অবিবাহিতরাও বিয়ের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -