Shani Dev Astrology : ২০২৫ এই চ্যালেঞ্জ ছুড়বেন শনি, এই তিন রাশির উপর সাড়ে সাতির ঘন কালো ছায়া
সব গ্রহেরই রাশি পরিবর্তনের বিশেষ কিছু ফল আছে। শনি গ্রহের রাশি পরিবর্তন ১২ রাশির উপরই প্রভাব ফেলে। হয় ভাল, নয় মন্দ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারণ শনি আড়াই বছরে তার রাশি পরিবর্তন করে। এই মুহূর্তে শনি কুম্ভ রাশিতে, আগামী বছর ২০২৫ সালে শনি কখন কোন রাশিতে গমন করবে, কোন রাশিতে শুরু হবে সাড়ে সাতি, কার হবে মোক্ষ?
আগামী বছর, ২৯ মার্চ, শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনি ২০২৫ সালের ৩ জুন পর্যন্ত মীন রাশিতে থাকবে। মীন রাশিচক্রের শেষ চিহ্ন। এই গ্রহের অধিপতি বৃহস্পতি।
শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনি একটি রাশিতে আড়াই বছর অবস্থান করে। যে রাশিতে শনি অবস্থান করে, তার আগে ও পরের রাশিটিও সাড়ে সাতির প্রভাবের মধ্যে থাকে।
২০২৫ সালে, শনি কুম্ভ, মীন এবং মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রভাবে রাখবে। সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের চলবে ধইয়া।
২০২৫ সালে শনি কুম্ভ থেকে মীন রাশিতে চলে যাবে। এমন পরিস্থিতিতে মকর রাশির জাতকরা সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্তি পাবেন । একই সময়ে মেষ রাশিতে শনির সাড়েসাতি শুরু হবে।
মেষ রাশি- শনি মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতকদের সমস্যা বাড়বে, এই রাশির উপর সাড়ে সাতির প্রথম দশা শুরু হবে। এ অবস্থায় সমস্যা বাড়বে এবং আয় কমে যাবে। চাকরিতে বিবাদ বাড়তে পারে। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন।
কুম্ভ- আগামী বছরের মার্চের পর কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাদে সাতির শেষ পর্ব শুরু হবে। চাকরিজীবীদের সঙ্গে তাঁদের সহকর্মীদের সঙ্গে তর্ক হতে পারে, যদি বিবাদ বাড়ে তবে তাদের চাকরি হারানোর ঝুঁকি থাকবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। অতিরিক্ত খরচের বোঝা বহন করতে হবে।
মীন রাশি- মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী বছর সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের বিষয়ে সতর্ক হওয়া উচিত, অন্যথায় একটি বড় অসুখে নাজেহাল হতে পারে। অর্থনৈতিক অবস্থাও বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -