Shani Dev : ৩০ জানুয়ারি থেকে শনির প্রতিকূল প্রভাব কাটাবেন কী করে এই ৪ রাশির জাতকরা?

ভগবান শিব তাঁকে বিচারপতির পদ দিয়েছিলেন। শনি প্রত্যেককে তাঁর কর্ম অনুসারে ফল দান করেন তিনি।

Shani Dev : ৩০ জানুয়ারি থেকে শনির প্রতিকূল প্রভাব কাটাবেন কী করে এই ৪ রাশির জাতকরা?

1/10
জ্যোতিষশাস্ত্রে শনিকে সূর্যের পুত্র, গ্রহের রাজা বলে মনে করা হয়। শনিকে ন্যায়ের দেবতা এবং কর্মের দাতাও বলা হয়।
2/10
ভগবান শিব তাঁকে বিচারপতির পদ দিয়েছিলেন। প্রত্যেককে তাঁর কর্ম অনুসারে ফল দান করেন তিনি।
3/10
তাঁর রাশি পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির উপর পড়ে, তবে কিছু রাশির উপর শনির সাড়ে সাতি শুরু হয়ে যায়।
4/10
৩০ জানুয়ারি ২০২৩, তারিখে শনি অস্তমিত হতে চলেছে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। ৩০ জানুয়ারি ১২.০২ এ, শনি কুম্ভ রাশিতে অস্ত যাবে এবং পুরো ৩৩ দিন দুর্বল অবস্থায় থাকবে।
5/10
শনির অবস্থান অনেক রাশির ভাগ্যকে প্রভাবিত করবে অনুকূল বা প্রতিকূলভাবে। তবে এই সময়ে বিশেষ করে চার রাশির জাতকদের সতর্ক থাকা দরকার।
6/10
শনির অস্ত যাওয়ার কারণে এই চারটি রাশির জাতক সমস্যায় পড়বেন। মেষ , কর্কট, সিংহ, কুম্ভ।
7/10
সোমবার বিশুদ্ধ জল দিয়ে শিবের অভিষেক করুন মেষ রাশির জালক হলে।
8/10
শনিবার হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করতে হবে কর্কট রাশি হলে।
9/10
মঙ্গলবার বা শনিবার উপবাস করুন এবং সন্ধ্যায় মন্দিরে প্রসাদ বিতরণ করুন সিংহ রাশি হলে।
10/10
শনিবারে দুঃস্থদের খাবার খাওয়ান বা বস্ত্র দান করুন কুম্ভ রাশি হলে।
Sponsored Links by Taboola