Shani Dev : ৩০ জানুয়ারি থেকে শনির প্রতিকূল প্রভাব কাটাবেন কী করে এই ৪ রাশির জাতকরা?

জ্যোতিষশাস্ত্রে শনিকে সূর্যের পুত্র, গ্রহের রাজা বলে মনে করা হয়। শনিকে ন্যায়ের দেবতা এবং কর্মের দাতাও বলা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভগবান শিব তাঁকে বিচারপতির পদ দিয়েছিলেন। প্রত্যেককে তাঁর কর্ম অনুসারে ফল দান করেন তিনি।

তাঁর রাশি পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির উপর পড়ে, তবে কিছু রাশির উপর শনির সাড়ে সাতি শুরু হয়ে যায়।
৩০ জানুয়ারি ২০২৩, তারিখে শনি অস্তমিত হতে চলেছে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। ৩০ জানুয়ারি ১২.০২ এ, শনি কুম্ভ রাশিতে অস্ত যাবে এবং পুরো ৩৩ দিন দুর্বল অবস্থায় থাকবে।
শনির অবস্থান অনেক রাশির ভাগ্যকে প্রভাবিত করবে অনুকূল বা প্রতিকূলভাবে। তবে এই সময়ে বিশেষ করে চার রাশির জাতকদের সতর্ক থাকা দরকার।
শনির অস্ত যাওয়ার কারণে এই চারটি রাশির জাতক সমস্যায় পড়বেন। মেষ , কর্কট, সিংহ, কুম্ভ।
সোমবার বিশুদ্ধ জল দিয়ে শিবের অভিষেক করুন মেষ রাশির জালক হলে।
শনিবার হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করতে হবে কর্কট রাশি হলে।
মঙ্গলবার বা শনিবার উপবাস করুন এবং সন্ধ্যায় মন্দিরে প্রসাদ বিতরণ করুন সিংহ রাশি হলে।
শনিবারে দুঃস্থদের খাবার খাওয়ান বা বস্ত্র দান করুন কুম্ভ রাশি হলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -