Shani Dev : সংকট কাটাতে শনি পুজো তো করছেন, ভুল করেও এই সাধারণ ভুলটি করে ফেলবে না
শনিকে গ্রহরাজ বলা হয়। তিনি বিচারকের মতো মনে করা হয়, তিনি কর্মের ভিত্তিতে ফল দেন। শনিদেবের রোষ খুব ভয়ানক বলে মনে করা হয়। তাই সকলেই চান তাঁকে তুষ্ট রাখতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্রহদের মধ্যে শনিকে বলা হয় গ্রহরাজ। তিনি ন্যায়শীল মানুষকে কখনও কষ্ট দেন না বলে মনে করা হয়। যাঁরা শনিদেবের আরাধনা করেন, তাঁরা তো বড় ঠাকুরের সরাসরি বরদান পান।
তবে শনি পুজোর সময় মানতেই হবে কিছু নিয়ম। যেমন, শাস্ত্র অনুসারে, শনিদেবের পুজো করার সময়, তাঁর মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এতে তাঁর রোষ দৃষ্টি পড়ে, যা জীবনে ঝামেলা বাড়ায়।
শনির সরাসরি দৃষ্টি শুভ বলে মনে করা হয় না। কিংবদন্তি অনুসারে, শনিকে তাঁর স্ত্রী অভিশাপ দিয়েছিলেন যে তিনি যার দিকে তাকাবেন তার জীবন সমস্যায় পূর্ণ হবে।
এই কারণেই শনিদেবের চোখের দিকে তাকিয়ে কখনও পুজো করা উচিত নয় বলে মত অনেকের। শনিদেবের দৃষ্টি এড়াতে মূর্তির পরিবর্তে শনিদেবতে শিলারূপে দর্শন করাই ভাল বলে মনে করা হয়।
শনিদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করতে চাইলে, একটু কোণাকুণি দাঁড়ান। তাঁকে খুশি করতে চাইলে পিপল গাছের নিচেও প্রদীপ জ্বালাতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে এই রীতি পালনে শনির মহাদশা থেকে মুক্তি পাওয়া যায়।
শনিদেবের পুজোয় যাতে লাল রঙের ফুল ব্যবহার করা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ লাল রঙকে মঙ্গল গ্রহের প্রতীক হিসেবে ধরা হয়।
এভাবে শনির পুজো করলে, দুর্বলকে আঘাত না করলে, ছলের আশ্রয় না নিলে তুষ্ট হন বড় ঠাকুর। শুধু মনে রাখতে হবে ঘুরে ফিরে শনির সাড়ে সাতি ও ধইয়া তো সবার জীবনে আসেই। কিন্তু তার দুর্ভোগ অনেক কমে যায়, যদি তুষ্ট থাকেন শনি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -