Shani Dev : কোন কোন রাশির জাতকদের উপর হুট করে ক্রুদ্ধ হন না শনি?

শনিদেব আসলে কর্মের দাতা। আসলে মানুষের কর্মের ভিত্তিতে ভালো-মন্দ ফল দেন।

Shani Dev : কোন কোন রাশির জাতকদের উপর হুট করে ক্রুদ্ধ হন না শনি?

1/6
জ্যোতিষ শাস্ত্র অনুসারে কিছু রাশির উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে। বলা হয়, এই রাশির জাতক জাতিকারা কোনও কাজে বাধা দেন না।
2/6
শনিদেব আসলে কর্মের দাতা। আসলে মানুষের কর্মের ভিত্তিতে ভালো-মন্দ ফল দেন। জন্মকুণ্ডলীতে শনির অবস্থান খারাপ হলে জীবনে সব ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
3/6
এই রাশির অধিপতি হলেন স্বয়ং শনি। মকর রাশি শনির প্রিয় রাশিগুলির মধ্যে একটি। এই রাশির জাতক জাতিকারা সর্বদাই শনির আশীর্বাদ পান। এই রাশির মানুষরাও খুব পরিশ্রমী এবং উদ্যমী হয়। সহজে হাল ছাড়ে না। মকর রাশির জাতকদের উপর শনিদেবের অশুভ প্রভাব পড়ে না।
4/6
তুলা রাশির জাতকদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশিতে শনিদেব মহিমান্বিত। শনি গ্রহের অবস্থানের কারণে এই রাশির জাতক জাতিকারা সর্বদাই শুভ ফল পান। তুলা রাশির জাতকরা খুব পরিশ্রমী, আবেগপ্রবণ, দয়ালু, সৎ এবং মেধাবী হন।
5/6
শনিদেব সর্বদা কুম্ভ রাশির মানুষের উপর আশীর্বাদ বর্ষণ করেন। এই রাশির জাতকরা খুব ধার্মিক, সৎ এবং ধৈর্যশীল প্রকৃতির হয়। এসব মানুষের জীবনে কখনোই অর্থনৈতিক সমস্যা আসে না।
6/6
জ্যোতিষশাস্ত্রমতে, শনি যেখানে শুভ স্থানে থাকে সেখানে সব ধরনের সাহায্য পান ভাগ্যের। 
Sponsored Links by Taboola