Shani Dev: কেরিয়ার-ব্যবসা-প্রেমে দিন বদলাচ্ছে, চলতি মাসেই এই ৩ রাশির ভাগ্য বদলাতে চলেছেন শনিদেব
অগাস্ট মাসে কিছু রাশির জাতক-জাতিকাকে ভাল ফল দিতে চলেছেন শনিদেব। এই রাশিগুলিতে কেরিয়ার, ব্যবসা ও প্রেমজীবনে ভাল সংকেত মিলছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেষ রাশি (Mesh Rashi)- শনিদেব সপ্তম ঘর থেকে নবম-পঞ্চম রাজযোগ তৈরি করছেন, যা ব্যবসায় ভাল লাভ দিতে চলেছে। অগাস্ট মাসে কঠোর পরিশ্রমের ফল দিতে চলেছেন শনি মহারাজ।
মেষ রাশি (Mesh Rashi)- শনি রূঢ় প্রকৃতির এবং শৃঙ্খলা পছন্দ করেন, তাই এই মাসে আপনাকে অলসতা ত্যাগ করতে হবে এবং আপনার জীবনধারাকে সুস্থ রাখতে হবে, অন্যথা আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। বিয়েতে আসা বাধা অগাস্টে দূর হবে।
মেষ রাশি (Mesh Rashi)- এই মাসে আপনি নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করবেন এবং নিজের ভাবমূর্তি মজবুত করার জন্য কাজ করতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জনগণের মাঝে থাকতে হবে, সমালোচনায় ভীত হবেন না।
কর্কট রাশি (Karkat Rashi)- আপনার সপ্তম গৃহের অধিপতি শনি অষ্টম ঘরে নিজের ঘরে প্রবেশ করছে, যে কারণে অগাস্ট মাসটি আপনার জন্য বিশেষ হতে চলেছে। যাঁরা মিডিয়া, সেলস অ্যান্ড সার্ভিস, গার্মেন্টস, ওয়েবসাইট ডিজাইনিং-এর মতো ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের শনিদেব ভাল সুবিধা দিতে চলেছেন।
কর্কট রাশি (Karkat Rashi)- আপনি যদি অগাস্টে লাভ করতে চান তবে অলসতাকে বিদায় জানাতে হবে। অন্যথা সুযোগ হাতছাড়া হতে পারে।
কর্কট রাশি (Karkat Rashi)- শনি তাঁদের লাভ দিতে চলেছেন যাঁরা স্টার্টআপ শুরু করেছেন। কিন্তু, সময়সীমার বিষয়টি মাথায় রাখতে হবে। মিথ্যা কথা এবং কথা না রাখলে ক্ষুব্ধ হন শনিদেব।
তুলা রাশি (Tula Rashi) - আপনার দশম ঘরে শনি (শনিদেব) শশ যোগ গঠন করে খুব শুভ ফল দিতে চলেছেন। তুলা রাশি শনির সবচেয়ে প্রিয় রাশি, তাই চিন্তা করার দরকার নেই। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা অগাস্ট মাসে সুখবর পেতে পারেন। লোকেরা অফিসে আপনার কাজ লক্ষ্য করবে। পদোন্নতিরও পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার অবস্থান আরও শক্তিশালী হবে। অন্যের কাছ থেকে কাজ করিয়ে নিতে সফল হবেন।
তুলা রাশি (Tula Rashi) - আপনাকে অহঙ্কার ছাড়তে হবে, আপনি যদি মাদক গ্রহণ করেন তবে শনি (শনিদেব) আপনাকে শাস্তি দিতে পারেন। কোনও কেলেঙ্কারিতে আপনার নাম উঠে আসতে পারে। সতর্ক থাকুন এবং অন্যায় থেকে দূরে থাকুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -