Shani Dev: মার্চের পর সামান্য ভুলেও ছারখার হতে পারে জীবন, শনির রোষ থেকে বাঁচতে এই কাজগুলি করতে হবে ৪ রাশিকে
২০২৫ সাল শুরু হয়েছে। এই বছর শনির রাশিরও পরিবর্তন হবে। শনি গ্রহের যাত্রা ১২টি রাশিকে প্রভাবিত করতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্রে, শনির রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০২৫ সালে শনিদেব কোন রাশির উপর বিশেষ নজর রাখতে চলেছে ?
২০২৫ সালের ২৯ মার্চের পরে মেষ রাশির জাতকদের সাবধানে থাকতে হবে। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়েসাতি শুরু হবে।
এই সময়ে মেষ রাশির জাতকরা শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। জীবনে ওঠা-নামা থাকবেই। সাড়ে সাতি চলে সাড়ে সাত বছর। কর্মজীবনেও উত্থান-পতন হতে পারে।
অর্থাৎ এই বছর, শনি কঠোরতম দৃষ্টি রাখতে চলেছে মেষ রাশির দিকে। ২৯ মার্চ থেকে মেষ রাশিতে শনির ধাইয়া শুরু হবে। তাই আগামী আড়াই বছরের জন্য আপনাকে অনেক উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। চাকর, গরিব, শ্রমিক ও দুর্বলদের কষ্ট দেবেন না। নইলে শনি এমন শাস্তি দেবে যা বছরের পর বছর মনে থাকবে।
সিংহ রাশি ২০২৫: শনি আপনার রাশির অধিপতির উপর খুব রেগে থাকবে। সূর্য আপনার রাশির অধিপতি এবং শনিদেবের পিতাও। তা সত্ত্বেও, শনির সূর্য দেবতার সঙ্গে সম্পর্ক ঠিক নয়। তাই এ বছর সতর্ক থাকুন। অন্যদের খারাপ কথা বলবেন না। নারীদের সম্মান করুন। কাউকে ঠকানোর ভুল করবেন না।
ধনু রাশি ২০২৫: শনি আপনাকে কঠোর শাস্তি দেওয়ার মেজাজে চলে যাচ্ছে। নিয়ম-শৃঙ্খলা মেনে চললে ভালো হবে। কারো ক্ষতি করবেন না।
ধনু রাশি ২০২৫: পশু-পাখির সেবা করলে শনিদেব খুশি হবেন এবং ভালো ফলও দেবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, প্রদর্শন করবেন না। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন।
তুলা রাশি ২০২৫: সতর্ক থাকুন, কারণ আপনি শনির প্রিয় রাশি। শনি চান না আপনি কোনো ভুল করুন। এটা মাথায় না রাখলে কঠিন শাস্তি দিতে শনি দেরি করবে না। শনির আশীর্বাদ পেতে, অন্যকে খারাপ কথা বলা এড়িয়ে চলুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -