Shani Astrology : নতুন বছরেই শুরু আড়াই বছরের চ্যালেঞ্জ, দুই রাশিতে শুরু শনির ধাইয়া
বৃশ্চিক ও কর্কট রাশির জাতকরাও শনির ধাইয়ার কবল থেকে মুক্তি পাবেন।
শনির ধাইয়া কোন কোন রাশির
1/8
শনির ধাইয়া যে কোনও রাশির জাতকে নানারকম চ্যালেঞ্জের মধ্যে ফেলে। তাই আড়াই বছরের ধাইয়ার সময় সতর্ক থাকতেই হবে।
2/8
এই সময়ে শনির প্রভাবে জীবনে নানারকম সমস্যা দেখা যেতে পারে। বর্তমানে কুম্ভ, মকর ও মীন রাশিতে শনির সাড়ে সাতি চলছে। অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশিতে শনির ধাইয়া চলছে।
3/8
২৯ মার্চের পর শনির রাশি পরিবর্তনের কারণে মকর রাশিতে শনির সাড়ে সাতি শেষ হবে। বৃশ্চিক ও কর্কট রাশির জাতকরাও শনির ধাইয়ার কবল থেকে মুক্তি পাবেন।
4/8
নতুন বছরটি বিভিন্ন গ্রহের স্থানান্তরের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ । শনিও এই বছর তার গতিপথ পরিবর্তন করবে। নতুন করে দুটি রাশিতে শুরু হবে শনির ধাইয়া ।
5/8
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ন্যায়ের দেবতা শনি ২৯মার্চ, রাত ১১:০১-এ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে শনি গমনের সঙ্গে সঙ্গেই রাশিতে শনির ধাইয়া শুরু হবে।
6/8
শনি মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে শনির ধাইয়া শুরু হবে সিংহ রাশির জাতক জাতিকাদের । সিংহ রাশিতে ধইয়ার প্রভাব আড়াই বছর থাকবে। এই সময়ে এঁরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।
7/8
এছাড়াও ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির ধাইয়া চলবে। এই রাশির জাতকরা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
8/8
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 03 Jan 2025 04:30 PM (IST)