Shani Astrology : নতুন বছরেই শুরু আড়াই বছরের চ্যালেঞ্জ, দুই রাশিতে শুরু শনির ধাইয়া
শনির ধাইয়া যে কোনও রাশির জাতকে নানারকম চ্যালেঞ্জের মধ্যে ফেলে। তাই আড়াই বছরের ধাইয়ার সময় সতর্ক থাকতেই হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সময়ে শনির প্রভাবে জীবনে নানারকম সমস্যা দেখা যেতে পারে। বর্তমানে কুম্ভ, মকর ও মীন রাশিতে শনির সাড়ে সাতি চলছে। অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশিতে শনির ধাইয়া চলছে।
২৯ মার্চের পর শনির রাশি পরিবর্তনের কারণে মকর রাশিতে শনির সাড়ে সাতি শেষ হবে। বৃশ্চিক ও কর্কট রাশির জাতকরাও শনির ধাইয়ার কবল থেকে মুক্তি পাবেন।
নতুন বছরটি বিভিন্ন গ্রহের স্থানান্তরের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ । শনিও এই বছর তার গতিপথ পরিবর্তন করবে। নতুন করে দুটি রাশিতে শুরু হবে শনির ধাইয়া ।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ন্যায়ের দেবতা শনি ২৯মার্চ, রাত ১১:০১-এ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে শনি গমনের সঙ্গে সঙ্গেই রাশিতে শনির ধাইয়া শুরু হবে।
শনি মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে শনির ধাইয়া শুরু হবে সিংহ রাশির জাতক জাতিকাদের । সিংহ রাশিতে ধইয়ার প্রভাব আড়াই বছর থাকবে। এই সময়ে এঁরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।
এছাড়াও ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির ধাইয়া চলবে। এই রাশির জাতকরা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -