Shani Effect : কুম্ভ রাশিতে শনির গমন, আগামী আড়াই বছর অন্য কোন কোন রাশির ক্ষেত্রে কেমন প্রভাব ?
শনি ন্যায়ের দেবতা। তাঁর প্রভাবে মানুষ পরিশ্রমী হয়। ন্যায়ের পথে থাকে।
Shani Effect : কুম্ভ রাশিতে শনির গমন, আগামী আড়াই বছর অন্য কোন কোন রাশির ক্ষেত্রে কেমন প্রভাব ?
1/12
গত ১৭ জানুয়ারি শনি , কুম্ভ রাশিতে গমন করেছে । আগামী আড়াই বছর শনি কুম্ভ রাশিতেই অবস্থান করবে। এর প্রভাব পড়বে সব রাশিতেই। মেষ রাশির জাতকদের আড়াই বছর ভাল কাটার ইঙ্গিত রয়েছে। অর্থ আসবে। কর্মজীবনে নতুন সুযোগ আসবে।
2/12
বৃষ রাশির ক্ষেত্রেও কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। শনির সুপ্রভাব পড়ার কথা বৃষর উপর। সম্পত্তি লাভ হবে। ভাল পদ পেতে পারেন কর্মস্থলে। হনুমানজির পুজোয় উপকার আসবে।
3/12
মিথুন রাশির জাতক হলে শনির প্রভাবে নানাদিক থেকে পরিবর্তনে র ইঙ্গিত রয়েছে। ভোগাতে পারে স্বাস্থ্য সমস্যা। মায়ের দিকেও খেয়াল রাখুন। বাবার স্বাস্থ্যের যত্ন নিন।
4/12
কর্কট রাশির জাতকদেরও স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। আগামী দু'বছর কর্কটের জাতকদের স্বাস্থ্য ভোগাবে। পারিবারিক দিকেও নজর দিন। সঙ্গীর সঙ্গে ক্ষণে ক্ষণে বিবাদ হতে পারে ।
5/12
সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম পরিণতি পেতে পারে। বিয়ে ঠিক হতে পারে । অংশীদারি ব্যবসার দিকে যাবেন না। নিয়মিত হনুমানজির পুজো করুন।
6/12
কন্যা রাশির জাতকদেরও প্রতিও প্রসন্ন থাকবেন শনি। কেউ আপনার সঙ্গে শত্রুতা করে পার পাবে না। কর্মজীর্মজীবনে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
7/12
তুলা শনির অন্যতম কৃপাধন্য রাশি । এই সময়ে তুলার জাতক
8/12
বৃশ্চিকের জাতকদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে । এই সময়ে অফিস থেকে ট্রান্সফারের প্রস্তাব আসতে পারে। কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে।
9/12
শনির বর্তমান অবস্থান ধনুর জাতকদের জন্য ভালই। আটকে থাকা কাজ শুরু করতে পারেন। অনেক সমস্যার সমাধানসূত্র পাবেন।
10/12
মকর রাশির অধিপতি শনি । কিন্তু মকর রাশির কিছু সমস্যা আসতে পারে এই সময়ে। বাড়ির সমস্যার দিকে খেয়াল রাখুন। দুর্ঘটনা থেকে সাবধান। ধৈর্য হারাবেন না।
11/12
এই সময়ে শনি কুম্ভতে অবস্থান করছে। ব্যবসায় অগ্রগতি হবে। এবং বিয়ের জন্য এই সময়টি ভাল। স্বাস্থ্যের অবহেলা করবেন না। কাজের চাপের জন্য প্রস্তুত থাকুন।
12/12
শনি মীন রাশি র দ্বাদশ ঘরে অবস্থান করছে । জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। লোহা ব্যবহারে সমস্যা কাটতে পারে।
Published at : 05 Apr 2023 03:58 PM (IST)