Shani Effect : কুম্ভ রাশিতে শনির গমন, আগামী আড়াই বছর অন্য কোন কোন রাশির ক্ষেত্রে কেমন প্রভাব ?
গত ১৭ জানুয়ারি শনি , কুম্ভ রাশিতে গমন করেছে । আগামী আড়াই বছর শনি কুম্ভ রাশিতেই অবস্থান করবে। এর প্রভাব পড়বে সব রাশিতেই। মেষ রাশির জাতকদের আড়াই বছর ভাল কাটার ইঙ্গিত রয়েছে। অর্থ আসবে। কর্মজীবনে নতুন সুযোগ আসবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ রাশির ক্ষেত্রেও কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। শনির সুপ্রভাব পড়ার কথা বৃষর উপর। সম্পত্তি লাভ হবে। ভাল পদ পেতে পারেন কর্মস্থলে। হনুমানজির পুজোয় উপকার আসবে।
মিথুন রাশির জাতক হলে শনির প্রভাবে নানাদিক থেকে পরিবর্তনে র ইঙ্গিত রয়েছে। ভোগাতে পারে স্বাস্থ্য সমস্যা। মায়ের দিকেও খেয়াল রাখুন। বাবার স্বাস্থ্যের যত্ন নিন।
কর্কট রাশির জাতকদেরও স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। আগামী দু'বছর কর্কটের জাতকদের স্বাস্থ্য ভোগাবে। পারিবারিক দিকেও নজর দিন। সঙ্গীর সঙ্গে ক্ষণে ক্ষণে বিবাদ হতে পারে ।
সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম পরিণতি পেতে পারে। বিয়ে ঠিক হতে পারে । অংশীদারি ব্যবসার দিকে যাবেন না। নিয়মিত হনুমানজির পুজো করুন।
কন্যা রাশির জাতকদেরও প্রতিও প্রসন্ন থাকবেন শনি। কেউ আপনার সঙ্গে শত্রুতা করে পার পাবে না। কর্মজীর্মজীবনে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
তুলা শনির অন্যতম কৃপাধন্য রাশি । এই সময়ে তুলার জাতক
বৃশ্চিকের জাতকদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে । এই সময়ে অফিস থেকে ট্রান্সফারের প্রস্তাব আসতে পারে। কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে।
শনির বর্তমান অবস্থান ধনুর জাতকদের জন্য ভালই। আটকে থাকা কাজ শুরু করতে পারেন। অনেক সমস্যার সমাধানসূত্র পাবেন।
মকর রাশির অধিপতি শনি । কিন্তু মকর রাশির কিছু সমস্যা আসতে পারে এই সময়ে। বাড়ির সমস্যার দিকে খেয়াল রাখুন। দুর্ঘটনা থেকে সাবধান। ধৈর্য হারাবেন না।
এই সময়ে শনি কুম্ভতে অবস্থান করছে। ব্যবসায় অগ্রগতি হবে। এবং বিয়ের জন্য এই সময়টি ভাল। স্বাস্থ্যের অবহেলা করবেন না। কাজের চাপের জন্য প্রস্তুত থাকুন।
শনি মীন রাশি র দ্বাদশ ঘরে অবস্থান করছে । জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। লোহা ব্যবহারে সমস্যা কাটতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -