Shani shadashtak Yog 2024 : মঙ্গল শনির 'অশুভ' ষড়ষ্টক যোগে কালো ছায়া, তারই মধ্যে জ্বলে উঠবে তিন রাশির ভাগ্য
শনিকে বিচারক গ্রহ বলা হয়। তিনি কর্ফল অনুযায়ী ফল দেন। মঙ্গল গ্রহের অধিপতি শনি। কর্মফলের দাতা শনি । এবার বড় ঠকুর ষড়ষ্টক নামে রাজযোগ সৃষ্টি করছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্র অনুসারে, এই যোগ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই যোগ গঠনে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। কয়েকটি রাশিকে রীতিমতো নাকানিচোবানি খাওয়াবে এই যোগ।
তবে কিছু রাশিচক্র আবার শনি এবং মঙ্গলের কৃপায় শুভ ফল পাবে। মঙ্গল একটি নির্দিষ্ট সময়ের পরে চিহ্ন পরিবর্তন করে। তারপর আড়াই বছর পর শনি তার চিহ্ন পরিবর্তন করেন। তাই রাশিচক্রে শনির প্রভাব অনেকদিন থাকে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়ে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে। আর শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই অবস্থানের দরুণই ষড়ষ্টক যোগ তৈরি হবে। এই অবস্থানে কয়েকটি রাশির জন্য এই তথাকথিত অশুভ যোগও শুভ হয়ে উঠতে পারে
শনি আছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক হলে এই যোগে অনেক সুবিধা পেতে পারেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। কাজের প্রশংসা পেতে পারেন।
কুম্ভ রাশি হলে জীবনে শান্তি ও সুখ থাকবে। নতুন কাজের সুযোগ পাওয়া যেতে পারে। স্বাস্থ্যও ভালো থাকবে।ব্যবসা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
তুলা রাশির জন্য সময়টা ভাল। মঙ্গল ও শনি এই রাশির জাতকদের উজাড় করে কৃপা করতে পারেন। স্বাস্থ্যও ভালো থাকবে। দীর্ঘদিনের পড়ে থাকা কাজ শেষ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
রাশি মেষ হলে,কর্মক্ষেত্রে সুবিধা পেতে পারেন। ঊর্ধ্বতনের প্রশংসা পাবেন।, পূর্ণ সমর্থন পেতে পারেন। এটা জীবনে অনেক সুখ আসতে পারে। দাম্পত্য জীবন ভালো যাবে। স্বাস্থ্য অনুকূলে থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -