Shani Margi 2025 দু'হাত ভরে দিতে আসছেন শনি, হয়েই ৩ রাশিকে করবেন রাজা
আর হাতে গোনা কয়েক দিন, দুহাত ভরে দিতে আসছেন শনি, হয়েই ৩ রাশিকে করবেন রাজা
Continues below advertisement
মাস ঘুরলেই সরাসরি শনি,৩ রাশির লাগবে জ্যাকপট
Continues below advertisement
1/6
কর্মফলদাতা শনি বর্তমানে মীন রাশিতে বক্র অবস্থায় রয়েছেন। শনি এমন একটি গ্রহ যা প্রতি আড়াই বছরে রাশি পরিবর্তন করে। তবে এর মধ্যে শনির গতি এবং নক্ষত্রের পরিবর্তন হতে থাকে। ১৩৮ দিন বক্র থাকার পর ২৮ নভেম্বর ২০২৫ থেকে শনি মার্গী হয়ে সোজা পথে চলতে শুরু করবেন।
2/6
শুক্রবার, ২৮ নভেম্বর শনি সকাল ০৯:২০ মিনিটে মার্গী হবেন। শনির মার্গী হওয়ার ইতিবাচক প্রভাব অনেক রাশির উপর পড়বে। বিশেষ করে চাকরিজীবীরা রাজার মতো জীবন যাপন করবেন। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা শনি মার্গীর সুবিধা পাবেন।
3/6
সিংহ রাশি (Leo)- শনি আপনার রাশির অষ্টম ঘরে মার্গী হয়ে বিপরীত রাজযোগ তৈরি করবে। সিংহ রাশির জাতকদের এই যোগের ফলে অনেক ক্ষেত্রে লাভ হবে। বিপরীত রাজযোগ তৈরি হওয়ায় সিংহ রাশির জাতকরা দীর্ঘদিন ধরে চলা সংগ্রাম বা সমস্যা থেকে মুক্তি পাবেন। শনির দৃষ্টি কর্ম স্থানে থাকবে, যার ফলে চাকরি ও ব্যবসায় অসাধারণ লাভ হবে।
4/6
মিথুন রাশি (Gemini)- শনির মার্গী হওয়া মিথুন রাশির জাতকদের জন্যও প্রভাবশালী প্রমাণিত হবে। এই সময়ে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। কর্মজীবনে ভালো সম্ভাবনা তৈরি হবে। চাকরিজীবীদের জন্য সময় শুভ ফল প্রদানকারী প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পাওয়া যেতে পারে।
5/6
তুলা রাশি - শনি আপনার ষষ্ঠ ঘরে মার্গী হয়ে কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। এই ঘরটি কঠোর পরিশ্রমের সঙ্গে সম্পর্কযুক্ত। এমতাবস্থায়, তুলা রাশির জাতক জাতিকারা তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। আপনারা আপনাদের পরিশ্রম ও প্রদর্শনের দ্বারা উচ্চ পদ লাভ করতে পারবেন।
Continues below advertisement
6/6
বৃশ্চিক রাশি (Scorpio)- শনি সোজা পথে চললে বৃশ্চিক রাশির জাতকদেরও শুভ ফল দেবে। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে। ধন সম্পদ শক্তিশালী হতে পারে এবং কর্মক্ষেত্রে পদ-প্রতিষ্ঠা ও মান-সম্মান বৃদ্ধি পাবে।
Published at : 13 Oct 2025 07:11 AM (IST)