Shani Puja : লাল ফুলে আরাধনা শনিকে? নৈবেদ্য দেন তামার পাত্রে? এই ভয়ঙ্কর ভুলগুলি করবেন না ! তালিকায় আর কী কী
Shani Puja Astrology: শনিবার শনি পুজোর বিশেষ কিছু বিশেষ নিয়ম রয়েছে। আসুন জেনে নেওয়া যাক শনিদেবের পুজো করার সময় কোন ভুলগুলি একেবারেও করা উচিত নয়।
শনিদেবতা
1/9
শনিকে সুখ, সম্পদ, গৌরব এবং মোক্ষ দানকারী গ্রহ হিসাবেও বিবেচনা করা হয়। তাই শনির প্রভাব যে সবার উপরই অসম্ভব নেতিবাচক হবে এমনটা নয়।
2/9
শনিবার শনি পুজোর বিশেষ কিছু বিশেষ নিয়ম রয়েছে। আসুন জেনে নেওয়া যাক শনিদেবের পুজো করার সময় কোন ভুলগুলি একেবারেও করা উচিত নয়।
3/9
নির পুজোয় কখনই তামার পাত্র ব্যবহার করা উচিত নয়। তামা সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত । শনিদেব সূর্যের পুত্র হওয়া সত্ত্বেও দুজনের সম্পর্কে বৈরিতা আছে বলে মনে করা হয়। তাই শনিদেবের পুজোয় লোহার পাত্র ব্যবহার করা শুভ।
4/9
লাল রং মঙ্গল গ্রহের প্রতীক। মঙ্গল এবং শনি পারস্পরিক শত্রু গ্রহ বলে জ্যোতিষদের বিশ্বাস। তাই শনি পুজোয় লাল রঙের কাপড়, ফুল, তিল বা অন্যান্য উপকরণ ব্যবহার করা উচিত। শনিদেব কালো রঙ পছন্দ করেন, তাই শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক পরেই শনির পুজো করার পরামর্শ দেন অনেকে।
5/9
শনিদেবের আরাধনা করার সময় মনে রাখবেন চামড়ার তৈরি কোনও জিনিস ভুল করেও ব্যবহার করবেন না। শনির পুজোয় চামড়ার ব্যবহার খুবই অশুভ বলে মনে করা হয়।
6/9
শনিদেবের পুজোয় ভাঙা প্রদীপ, বাসি ফুল বা এমন কোনও জিনিস ব্যবহার করা উচিত নয় যা ভাল অবস্থায় নেই। শনি পুজোর সময় কারও প্রতি ঘৃণা বা ক্রোধের অনুভূতি থাকা উচিত নয়।
7/9
যে কোনও পুজো পূর্ব দিকে মুখ করে করা হয় । তবে শনিদেবকে সর্বদা পশ্চিম দিকে মুখ করে পুজো করা উচিত। বিশ্বাস, শনিদেব পশ্চিম দিকের অধিপতি।
8/9
শনিদেবকে কখনই তাঁর মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করা উচিত নয়। পুজোর সময় শনিদেবের চোখের দিকে তাকানো উচিত নয়। মনে করা হয়, শনির সরাসরি দৃষ্টি বিপদ ডেকে আনে।
9/9
শনিদেবকে তিলের তেল, প্রদীপ, ধূপ ও নৈবেদ্য নিবেদন করুন। শনি চালিসা পাঠ করুন বা শনি স্তোত্র পাঠ করুন। শনিবার অভাবী মানুষকে দান করুন ।
Published at : 27 Apr 2024 08:58 AM (IST)