নতুন বছরে শনির প্রিয় হতে চলেছে তিন বিশেষ রাশি, সাবলীল জীবন কাটাবেন জাতক-জাতিকারা

Shani Dev : আসছে ২০২৫। নতুন বছর আসতে আর মাত্র কটা দিন। কী হবে নতুন বছরে ? কেমন থাকবে ভাগ্য। আশায় বসে রয়েছেন অনেকেই।

Continues below advertisement

কোন কোন রাশির উপর কৃপাদৃষ্টি বর্ষিত হবে বড়ঠাকুরের ?

Continues below advertisement
1/10
নতুন বছর আসুক পুরনো খারাপকে পুরনো বছরেই ছেড়ে। এই আশাই করেন সবাই। আশা থাকে, নতুন বছর শুভ সূচনা দিয়েই শুরু হোক। ভাল চলুক গোটা বছর। সমস্যা শেষ হয়ে যাক।
2/10
এই নতুন বছরে ১২ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যেও আসবে নানা বদল। কারো জন্য ২০২৫ হবে অত্যন্ত লাকি।
3/10
কারণ ? জ্যোতিষাচার্য, অনীশ ব্যাসের মতে, ২০২৫ সাল কিছু রাশির জন্য অত্যন্ত সৌভাগ্যশালী প্রমাণিত হতে চলেছে। আর এর পিছনে রয়েছে শনিদেবের কৃপা।
4/10
জ্যোতিষাচার্যের মতে, ২০২৫ সালে কয়েকটি রাশির উপর ন্যায় ও কর্মের প্রধান শনি মহারাজের কৃপা দৃষ্টি বর্ষিত হবে। শনি গোচর লক্ষিত হবে।
5/10
আপাতত শনি দেবতা বিরাজমান কুম্ভ (Kumbh) রাশিতে। ২০২৫-এর তাঁর গোচর হবে মীন রাশিতে। আর পরবর্তী আড়াই বছর বৃহস্পতিতে বিরাজমান হবেন। নতুন বছরের ২৯ মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবেন শনিদেব।
Continues below advertisement
6/10
আর এর ফলে মকর রাশি শনির সাড়ে সাতি (Sade Sati) থেকে মুক্ত হয়ে যাবে। মকর রাশির মত আরও কিছু রাশির শনি গোচরের লাভ মিলবে। কেটে যাবে সমস্যা। দেখে নেওয়া যাক, শনি গোচরের ফলে ২০২৫ সালে কোন কোন রাশির লাভ হতে চলেছে।
7/10
কর্কট রাশি - বৃহস্পতির রাশি মীন-এ শনি দেবের গোচর কর্কট রাশির জন্য শুভ হবে। কর্কটে আপাতত চলছে শনির ধাইয়া। শনি মীন রাশিতে প্রবেশ করলেই ধাইয়ার প্রভাব কর্কটের উপর থেকে কেটে যাবে। খুশিতে ভরবে ২০২৫।
8/10
মকর রাশি - মকর রাশিতে আপাতত শনিদেবের সাড়ে সাতি বিরাজমান। নতুন বছরে ২৯ মার্চ যখনই শনি দেব মীন রাশিতে বিরাজমান হবেন, তখনই মকরের সাড়ে সাতি শেষ হয়ে যাবে। আটকে থাকা কাজ সম্পন্ন হতে শুরু করবে। অস্থির সময়ে স্থিতি আসা শুরু হবে।
9/10
বৃশ্চিক রাশি - বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও শনির ধাইয়া থেকে মুক্তি মিলবে ২০২৫-এ। শনির ধাইয়ার কারণে আড়াই বছর ধরে যে উথালপাথাল, চঞ্চলতা চলছে জীবনে, সে কষ্ট থেকে মুক্তি ঘটার সম্ভাবনা নতুন বছরে।
10/10
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola