Shani Dev : শনিদেব আপনার উপর প্রসন্ন হবেন, সাড়ে সাতি থেকে মুক্তি পেতে মেষ থেকে মীন-কী করবেন ?
শনির সাড়ে সাতি হয় সাড়ে সাত বছর। সাড়ে সাতিতে পড়লে বলাই বাহুল্য সমস্যায় পড়তে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার শনিদেবের পুজো করলে এই সাড়ে সাতির প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকা যায়।
শনিবার শনিদেবের সঙ্গে হনুমান মন্দিরেও পুজো দিন। হনুমান চালিশা পাঠ করলেও উপকার পাবেন।
এদিন তামা ও তিলের তেল শনিদেবকে অর্পণ করলেও জীবনে বদল আসবে। বিপদ কাটবে।
শনিবার কালো পিঁপড়েকে মধু ও চিনি খাওয়ালে শনিদেব প্রসন্ন হন। এতে সাড়ে সাতির প্রভাব কমে আসে।
চলতি বছর এবং আগামী ১০ বছরে কুম্ভ, মীন এবং মেষ রাশিতে বিরাজমান থাকবে এই সাড়ে সাতি।
বর্তমানে কুম্ভ রাশিতে আছেন শনিদেব। মূলত ২০২৫ সালে শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে।
শনি মীন রাশিতে প্রবেশ করলে, মেষ রাশিতে শুরু হবে শনির সাড়ে সাতি।
মেষ রাশির এই শনির সাড়ে সাতি চলবে ২০৩২ সাল অবধি।
শনিবার শনিদেবকে আপনি পুজো দিলে খারাপ কিছু হওয়ার প্রবণতা অনেকটাই কমবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -