Shani Sare Sati : শনির সাড়ে সাতি মানেই কি সর্বনাশ? কী কী আঘাতের আশঙ্কা? রইল পার পাওয়ার উপায়
যখন কোনও রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি দশা চলে, তখন সেই রাশির জাতকদের নানা সমস্যার মুখে পড়তে হয়। শনিদেবের সাড়ে সাতি নিয়ে সকলেই আতঙ্কে থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনির সাড়ে সাতি মানে সাড়ে ৭ বছর। শনিকে ১২টি রাশির মধ্যে দিয়ে যেতে ৩০ বছর সময় লাগে। তার অর্থ, শনি একটি রাশিতে আড়াই বছর থাকেন।
শনি সাড়ে সাতি দশা অত্যন্ত বেদনাদায়ক। যে রাশির সাড়ে সাতি দশা চলছে তাদের জীবনে সাড়ে সাত বছর ধরে নানা ঝামেলা থাকে।
শনি সাড়ে সাতি দশার ৩ টি পর্যায় রয়েছে। এই পরিস্থিতিতে একজন ব্যক্তিকে মানসিক, শারীরিক এবং আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়।
শাস্ত্র অনুসারে শনি সাড়ে সাতি দশার সময় হাড়, নাভি, বাহু, মুখ ও চোখের সংস্যা হতে পারে।
সাড়ে সাতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এর প্রথম প্রভাব একজন ব্যক্তির মুখে, যা ১০০ দিন অবধি স্থায়ী হয়।
এরপর শনিদেবের এই প্রভাব পড়ে কোনও ব্যক্তির বাম বাহুতে । এই আঘাত খুব বেদনাদায়ক হয়।
এই সময়ের মধ্যে, একজন ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। তিনি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়েন। মাথায় চিন্তা ঘোরে।
আপনি যদি এই দিনে শনিকে তুষ্ট করতে চান, তাহলে অভাবীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। শনি জয়ন্তীর দিনে আপনার যে জিনিসগুলি দান করা উচিত, সেই সমস্ত জিনিসগুলি শনি দেবের সঙ্গে বিশেষ সম্পর্কিত। শনি জয়ন্তীর দিন শনিদেবকে শুধুমাত্র প্রিয় জিনিস দান করুন, এটি করলে আপনি বিশেষ ফল পাওয়া যায় বলেই বিশ্বাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -