Shani Astrology : ভারতের এই গ্রামের কোনও ঘরে নেই দরজা, 'রক্ষা করেন শনিদেবই', হয় না চুরিও
শনিদেবকে সবাই রাগী দেবতা বলে জানেন। তাঁর দৃষ্টি নাকি ভয়ঙ্কর ! জাবনে নানারকম ঝামেলা আসতে পারে শনির দৃষ্টি থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু না । এই গ্রামে শনি থাকেন রক্ষাকর্তা হিসেবে। সারা গ্রামে একটাও অপরাধ ঘটতে দেন না তিনি। চুরি ডাকাতি তো নয়ই।
মহারাষ্ট্রের শনি শিংনাপুর। এখানকার মানুষের বিশ্বাস, তাঁদের ঘরে দোর লাগানোর দরকার নেই। তাঁদের রক্ষা করবেন শনিদেবই।
আশ্চর্যজনক ভাবে, এই গ্রামে সত্যই কোনও দরজা নেই। মানুষ সারারাত নিশ্চিন্তে ঘুমোন এভাবেই।
মানুষের বিশ্বাস, শনিদেবের কৃপাতেই এখানে চুরি ডাকাতি হয় না। লোকমুখে প্রচলিত একটা গল্প আছে। ৩০০ বছর আগের কথা।
এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। সেই নদীতে একবার এক বিশাল শিলা ভেসে আসে। গ্রামবাসীরা পাথরটি লাঠি দিয়ে সরাতে গেলে নাকি তা দিয়ে রক্ত বের হতে থাকে।
তারপর বড় ঠাকুর গ্রামের প্রধানকে স্বপ্ন দেন, আসলে ওই শিলা তিনিই। তিনিই এবার থেকে গ্রামকে রক্ষা করবেন। সেই থেকেই গ্রামের কোনও ঘরে দরজা নেই। এখানে তো কোনও থানাও ছিল না।
বিবিসি-র রিপোর্ট অনুসারে,
BBC র একটি রিপোর্ট বলছে, ২০২৫ সালে এখানে খোলা হয়েছিল একটি পুলিশ থানা এবং এখনও গ্রামবাসীদের কাছ অভিযোগ পায় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -