Shani Transit: রাহুর নক্ষত্রে ঢুকছে শনি! প্রেম-বিয়ে-পেশা ছাড়খাড় কাদের?
শীঘ্রই শনি গ্রহের অবস্থানের পরিবর্তন হতে চলেছে এবং এর সঙ্গে শনি গ্রহের প্রভাবে ক্ষতি করার ঘটনা ঘটতে পারে। আসলে, শনি নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং এখন এটি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রয়েছে। ৩ অক্টোবর, ২০২৪ তারিখে, শনি-রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে
শনি হল ন্যায়বিচারের দেবতা এবং রাহু হল একটি ছায়া গ্রহ-এটি বিভ্রান্তি এবং আকস্মিক ঘটনা ঘটায়। রাহুর রাশিতে শনির গতিবিধির কারণে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে।
শনি ও রাহুর মিলন হলে পিশাচ যোগ তৈরি হয়, যা খুবই অশুভ বলে মনে করা হয়। নবরাত্রির প্রথম দিনেই শনির অধিগ্রহণ হচ্ছে।
এর ফলে একের পর এক সমস্যা দেখা দেয়। কোনও ব্যক্তি সবরকম কাজ করলেও সাফল্য পায় না। একজন ব্যক্তির জীবন দুঃখ এবং কষ্টে ভরা হয়ে উঠতে পারে।
২০২৪ সালের ৩ অক্টোবর থেকে এই বছরেরই ২৭ ডিসেম্বর পর্যন্ত শনিগ্রহ শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। এর পরে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। ২৭ ডিসেম্বর পর্যন্ত এটি কিছু লোকের জন্য বড় সমস্যা তৈরি করবে।
যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের জন্য অশুভ হতে পারে রাহুতে শনির উপস্থিতি। আপনার সঙ্গীর সঙ্গে কোনওভাবে প্রতারণা বা দুর্ব্যবহার করবেন না, অন্যথায় এটি ব্রেকআপ হতে পারে।
সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি ও সন্দেহ বাড়বে। দাম্পত্য জীবনেও সমস্যা হতে পারে। যাদের কুণ্ডলীতে শনি দোষ রয়েছে তাদের কর্মজীবনে সমস্যা হতে পারে। অতএব, আপনার কাজ এবং আচরণ সঠিক রাখুন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -