Shani Astrology: শনির কোপে এই ৫ রাশি! আগামী কদিনে প্রবল কষ্ট এড়াতে কী করতেই হবে?
শনির বিপরীত গতি নিয়ে অনেকেই প্রবল চিন্তায় থাকেন। এই বিপরীত গতির কারণে অনেক রাশির জাতক-জাতিকারা প্রবল চাপের মধ্যে পড়ে থাকেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী প্রায় ৩ মাসের জন্য শনির বিপরীত গতি বেশ কিছু রাশির জাতককে প্রবল সমস্যায় ফেলতে পারে।
শনিদেব কুম্ভ রাশিতে পিছিয়ে যাচ্ছেন। এই অবস্থায়, অনেক রাশির জন্য শনির এই চলনে ঝামেলা হতে পারে। এই সময়ে এমন কাজ করবেন না যা শনিদেব পছন্দ করেন না।
শনি ২৯ জুন, ২০২৪-এ কুম্ভ রাশিতে বিপরীতমুখী হয়েছিলেন। ১৫ নভেম্বর, ২০২৪ পর্যন্ত এই অবস্থায় থাকবেন। এমন পরিস্থিতিতে এই টানা সময়টা খুব বেদনাদায়ক হতে চলেছে। কারণ ১৫ নভেম্বর পর্যন্ত শনি বিপরীতমুখী থাকবে।
শনিদেবের বিপরীতমুখী অবস্থা জ্যোতিষশাস্ত্রে শুভ বলে মনে করা হয় না। কারণ এই সময়ে শনিদেবের অবস্থান অনেক রাশির জাতককে কষ্ট দেয়। এটাও বলা হয় যে বিপরীতমুখী অবস্থায় শনি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী এবং প্রভাবশালী থাকেন।
শনিদেব বিপরীতমুখী অবস্থায় থাকলে সেইসব রাশির জন্য আরও অশুভ হতে পারে। যাঁদের উপর ইতিমধ্যেই শনির সাড়েসাতি বা ধাইয়া চলছে। বর্তমানে মীন, কুম্ভ ও মকর রাশিতে শনির সাড়েসাতি চলছে। একই সময়ে, বৃশ্চিক এবং কর্কট রাশির লোকেদের উপর শনিদেবের ধাইয়ার প্রভাব চলছে।
এছাড়াও যারা এমন সময় কোনও অন্যায় বা অপ্রীতিকর কাজ করে তাঁদের শাস্তিও দেন শনি। জেনে নিন শনিদের এই অবস্থায় কোনও কাজগুলো করা উচিত নয়
শনিদেব যখন বিপরীতমুখী অবস্থায় থাকেন, তখন এমন কিছু করবেন না যাতে মানুষ, পশু-পাখির ক্ষতি হয়। এছাড়াও কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।
শনিদেবের কাছ থেকে শুভ ফল পেতে প্রতিদিন স্নান করবেন, সূর্যদেবকে জল দিন, শনিদেব ও হনুমানজির পুজো করুন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -