Shani Upay: কোনও কাজ করতে গেলেই বাধা? শনিকে তুষ্ট রাখুন এই উপায়ে
শনি মহারাজ কর্ম অনুসারে ঠিক ফল প্রদান করেন। তাই তাকে কর্মমুখী দেবতা বলা হয়। কিন্তু নয়টি গ্রহের মধ্যে শনির দৃষ্টি সবচেয়ে তীব্র বা হিংস্র। কুণ্ডলীতে শনি যদি ভারী হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে নানা সমস্যায় পড়তে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্রে, ক্রুদ্ধ শনিকে প্রশমিত করার জন্য বা শনির সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব কমানোর জন্য ব্যবস্থার কথা বলা হয়েছে। শনি মহারাজ এই সব ব্যবস্থা করলে প্রসন্ন হন। আপনার রাশিতে শনি যদি ভারী হয় তবে অবিলম্বে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা শুরু করুন।
শনিদেব কালো রং পছন্দ করেন। শনিদেবের আশীর্বাদ পেতে শনিবার কালো পশু-পাখি যেমন কালো কুকুর বা কাক ইত্যাদিকে খাবার খাওয়ান। এছাড়াও কালো জিনিস দান করুন। এই প্রতিকার করলে আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন।
শনিবার পিপল গাছে তেলে চিনি ও কালো তিল মিশিয়ে জল নিবেদন করুন। এরপর গাছটি ৩ বার প্রদক্ষিণ করুন। এটিও রাশির ক্ষিপ্ত শনিকে শান্ত করে।
শনিবার একটি কালো কুকুরকে সরিষার তেলে ভিজিয়ে রুটি খাওয়ান। এই প্রতিকারে শনির মহাদশাও কমে যায়। সেই সঙ্গে যদি রাশিতে শনির দশা ভারী হয়, তাহলে ভুল করেও কোনও কালো কুকুরকে কষ্ট দেবেন না। এর কারণে শনিদেব ক্রুদ্ধ হন এবং যন্ত্রণাদায়ক ফল দেন।
যারা শনিবার শনিদেবের সঙ্গে হনুমান জির পূজা করেন, তাদের ওপরও শনিদেবের আশীর্বাদ থাকে। শনিবার সুন্দরকাণ্ড পাঠ করতে হবে। এতেও কুণ্ডলীতে শনির মহাদশা কমে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -