Surya Grahan 2021 আজ সূর্যগ্রহণ হবে বৃষ রাশিতে, এই রাশির জাতকরা সাবধানে থাকুন
আজ হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটে। শেষ হবে ভারতীয় সময় ৬টা ৪১ মিনিটে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবারের গ্রহণ আংশিক সূর্যগ্রহণ। সূর্যের চতুর্দিকে দেখা যাবে অগ্নি বলয়। এধরনের সূর্যগ্রহণকে সেকারণে বলয়গ্রাসও বলা হচ্ছে।
জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, বছরের প্রথম সূর্যগ্রহণ বৃষ রাশিতে হবে। ফলত, এই রাশির জাতকদের আজ সাবধানে থাকা উচিত।
যেহেতু, এবারের গ্রহণ আংশিক, তাই সূতকের বিধি কার্যকর হবে না। জ্যোতিষশাস্ত্রীয় ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সূতকের সময় কোনও শুভ কাজ সম্পন্ন হয় না।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূতক কাল গ্রহণ শুরুর ১২-ঘণ্টা আগে শুরু হয়। যেহেতু, এবার পূর্ণগ্রাস নয়, তাই মন্দিরের দরজা বন্ধ হবে না।
গ্রহণের সময় স্বাস্থ্য ও সম্পত্তির দিকে বিশেষ নজর দেওয়া দরকার। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা ও আত্মবিশ্বাসের ধারক হিসেবে মনে করা হয়।
গ্রহণের সময় সূর্যের পীড়া হয় বলে শাস্ত্রীয় বিশ্বাস। এর ফলে, সূর্যের প্রভাব কমে যায়। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ও সম্পত্তির বিশেষ নজর দেওয়া উচিত বলেই বিশ্বাস।
এবারের গ্রহণে মেষ, সিংহ, তুলা এবং মকর রাশি জাতকদের সতর্ক থাকতে হবে। ধন-সম্পত্তির বিনিয়োগ ভেবেচিন্তে করা উচিত।
অন্যদিকে বৃষ, কর্কট, কন্যা ও কুম্ভ রাশি জাতকদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। আবার মিথুন, বৃশ্চিক, ধনু ও মীন রাশি জাতকদের কেরিয়ারে নজর দেওয়া উচিত।
ভারতে সূর্যাস্তের আগে অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশে মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -