Surya- Guru Gochar: সূর্য-বৃহস্পতির ওপর রাহুর নজর, বড় ভোগান্তির আশঙ্কা এই রাশিতে! কী কাণ্ড ঘটতে চলেছে?
সূর্য-বৃহস্পতির ওপর রাহুর নজর, এবার ভোগান্তি বাড়বে এই রাশির জাতকদের
সূর্য-বৃহস্পতির ওপর রাহুর নজর, এবার ভোগান্তি বাড়বে এই রাশির জাতকদের
1/8
বর্তমানে মিথুন রাশিতে ভ্রমণ করছে সূর্য। এই রাশিতে আগে থেকেই বহস্পতি উপস্থিত রয়েছে। যার ফলে মিথুন রাশিতে তৈরি হয়েছে গুরু আদিত্য রাজযোগে।
2/8
এই যোগটি শুভ ফলদায়ী হলেও মিথুনে উপস্থিত এই দুই গ্রহের ওপর রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। যা অশুভ ফলাফল প্রদান করবে। উল্লেখ্য জ্যোতিষ শাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলা হয়।
3/8
এটি ব্যক্তিকে বিভ্রান্ত করে তোলে। বর্তমানে রাহু কুম্ভ রাশিতে ভ্রমণ করছে ও এখান থেকে বৃহস্পতি ও সূর্যের ওপর নজর রেখেছে। প্রায় ১ মাস এই অদ্ভূত সংযোগ থাকবে। এর প্রভাবে ৫ রাশির জাতকরা নানান সমস্যার মুখোমুখি হবেন। কোন কোন রাশির জন্য সময় অশুভ, তা এখানে জেনে নিন।
4/8
বৃহস্পতি ও সূর্যের ওপর রাহুর এমন দৃষ্টির কারণে কর্কট রাশির জাতকরা হঠাৎ অসুস্থ হবেন। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে অর্থ ব্যয় করতে হবে। এ সময় আকস্মিক ব্যয় বৃদ্ধি সম্ভব। সঞ্চিত অর্থও এতে খরচ হয়ে যাবে।
5/8
সিংহ রাশির জাতকরা বন্ধুদের থেকে দূরত্ব অনুভব করবেন। বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। এমন কোনও কাজ করবেন না, যার প্রভাবে সমাজে আপনার প্রতিষ্ঠা খারাপ হয়। সামাজিক স্তরে অপমান সম্ভব। আয়ের জন্য অধিক সংঘর্ষ করতে হতে পারে।
6/8
এই রাশির জাতকদের জীবনে আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। আবার সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয় হচ্ছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদও আপনার পক্ষে থাকবে না। বিবাদ এড়িয়ে যান।
7/8
শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। শত্রু আপনাদের ওপর প্রভাব করবেন। আঘাত পেতে পারেন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা সম্ভব। তা উপেক্ষা করলে কষ্ট বাড়তে পারে। লেনদেন এড়িয়ে যাওয়া শ্রেয়। ঋণ শোধ করতে অসফল থাকবেন।
8/8
সূর্য-বৃহস্পতির ওপর রাহুর নজর পড়ায়, এর দুষ্প্রভাব থাকবে মীন রাশির জাতকদের ওপরও। টাকা-পয়সায় অর্থ ব্যয় সম্ভব। মা-বাবা অসুস্থ হবেন। তাই তাঁদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাদের। বিবাহিত জাতকদের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। সম্পর্কে তিক্ততা উৎপন্ন হতে পারে। সম্পত্তি ক্রয়ের আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। আবেগ প্রবণ হয়ে পড়বেন।
Published at : 21 Jun 2025 03:08 PM (IST)