আজ পৌষ অমাবস্যাতেই বিরল যোগ ! ৩ রাশির তুঙ্গে ভাগ্য, টাকা-পয়সা-খ্যাতি কিছুই বাদ থাকবে না

Ajker Rashifal : পৌষ অমাবস্যা ১৯ ডিসেম্বর ২০২৫। ধনু রাশিতে সূর্য-মঙ্গল যোগে মঙ্গলাদিত্য যোগ। সিংহ, তুলা ও ধনু রাশির জাতকদের লাভ।

Continues below advertisement

আজ পৌষ অমাবস্যাতেই বিরল যোগ

Continues below advertisement
1/6
শুক্রবার ১৯ ডিসেম্বর । আজ বছরের শেষ পৌষ অমাবস্যা। অমাবস্যা তিথির শুরু হয়েছে ভোর ৪ টে বেজে ৫৯ মিনিটে হয়েছে, যা ২০ ডিসেম্বর সকাল ৭ টা বেজে ১২ মিনিটে শেষ হবে। ১৯ ডিসেম্বর সারাদিন অমাবস্যা তিথি থাকবে এবং সেই কারণে আজই পৌষ অমাবস্যা পালন করা হচ্ছে।
2/6
পৌষ অমাবস্যার হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে, শাস্ত্র অনুসারে এটিকে ছোট পিতৃ বলা হয়। এই তিথি স্নান, দান এবং পিতৃ তর্পণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এছাড়াও, আজকের দিনটিতে গ্রহ-নক্ষত্রের গতিবিধিতেও কিছু বিশেষ পরিবর্তন দেখা যাবে।
3/6
পৌষ অমাবস্যার দিন সূর্য এবং মঙ্গল উভয় গ্রহই ধনু রাশিতে অবস্থান করছে, যার ফলে মঙ্গল-আদিত্য বা মঙ্গলাদিত্য যোগ গঠিত হয়েছে। জ্যোতিষী অনিশ ব্যাসের মতে, পৌষ অমাবস্যার এই যোগের ফলে ৩টি রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন।
4/6
সিংহ রাশি- রবি ও মঙ্গলের সংযোগে গঠিত আদিত্য মঙ্গল যোগের সুবিধা সিংহ রাশির জাতকদের জন্য আসবে। আপনার আয়, বিনিয়োগ এবং ধন সঞ্চয়ে বৃদ্ধি হবে। কর্মজীবনে নতুন দিক পাবেন। সামাজিক সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে এবং আপনি ইতিবাচক জীবনের আনন্দ উপভোগ করবেন।
5/6
তুলা রাশি- এই রাশির ক্ষেত্রে এই যোগ শুভ হবে। অর্থের যোগ তৈরি হবে। চাকরিতে উন্নতি হবে।
Continues below advertisement
6/6
ধনু রাশি- মঙ্গলের সঙ্গে আদিত্য যোগ এই রাশিতেই গঠিত হয়েছে, যার ফলে এর শুভ ফল আপনার জীবনে সুখ ও উন্নতি আনবে। ধন লাভের যোগ তৈরি হবে অথবা বড় সাফল্য আসতে পারে।
Sponsored Links by Taboola