Swami Vivekananda: ঘিরে ধরছে বিষন্নতা, কমছে কনফিডেন্স! স্বামী বিবেকানন্দের এই অমোঘ বাণী জীবনে আনবে নতুন দিশা
স্বামীজীর স্মরণীয় ৫ বাণীর দিকে, যা এত বছর পেরিয়ে আজও আমাদের ধমণীর রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়
Continues below advertisement
স্বামীজির জন্মদিবস
Continues below advertisement
1/6
ভারতে বিবেকানন্দকে ‘বীর সন্ন্যাসী’ নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।
2/6
স্বামীজীর স্মরণীয় ৫ বাণীর দিকে, যা এত বছর পেরিয়ে আজও আমাদের ধমণীর রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়।
3/6
"উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন, সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যত্ নিজেই তৈরি করে নাও"।
4/6
“এক দিনে বা এক বছরে সফলতার আশা কোরো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।”
5/6
“আমি বিশ্বাস করি যে, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।”
Continues below advertisement
6/6
“সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।”
Published at : 12 Jan 2026 04:16 PM (IST)