Zodiac Signs: দোষ-গুণ মিলিয়েই মানুষ, সহজ সত্যকে মেনে নিতে পারেন এঁরা, নিজেকে ভালবাসতে জানেন এই রাশির জাতকরা
নিজেকে নিখুঁত করে তুলতে চাওয়ার ইচ্ছে জাগে আমাদের সকলেরই। কিন্তু তা করতে গিয়ে, দোষ-গুণ মিলিয়েই যে মানুষ, সেকথা ভুলে যাই আমরা। তাই নিজেদের মধ্যেকার খুঁতগুলিই বেশি করে চোখে পড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম কিছু রাশির জাতক। অন্যের মতো করে নিজেকে গড়েপিটে নিতে চান না তাঁরা। নিজে যেমন, সেভাবেই থাকতে থাকতে চান, নিজেকে সম্পূর্ণ ভাবে গ্রহণ করেন।
মেষ রাশির জাতকরা ঝুঁকি নিতে কুণ্ঠা বোধ করেন না। নিজেকে ভালবাসতে জানেন এঁরা। তাই নিজে যেমন, সেভাবেই এগিয়ে যান জীবনে।
চারপাশের লোকজন কী ভাবলেন, তারও পরোয়া করেন না মেষ রাশির জাতকরা। নিজের মধ্যে কোনও দুর্বলতা থাকলেও, সেটিকে নিজের শক্তিতে পরিণত করতে চান।
মিথুন রাশির জাতকরা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। নিজের ভাল এবং মন্দ দিকগুলি সমান ভাবে গ্রহণ করেন।
দেখনদারির চেয়ে, জীবনের অর্থ বুঝতে আগ্রহী মিথুন রাশির জাতকরা। নিজের মধ্যে কোনও দোষ থাকলে, তা মানতেও দ্বিধা বোধ করেন না।
তুলা রাশির জাতকরা অত্যন্ত আত্মবিশ্বাসী হন। তাই নিজের ভাল দিকগুলিকে যেমন গ্রহণ করেন, খারাপ দিকগুলিকেও মেনে নেন, যা ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে এঁদের।
তুলা রাশির জাতকরা শৈল্পিক মানসিকতারও হন। তাই জীবনকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেন। নিজেকে ভালবাসা যে সবার আগে জরুরি, তা বোঝেন।
মকর রাশির জাতকরা নম্র স্বভাবের হন। নিজেকে বুঝতে, জানতে সময় নেন এঁরা। ধীরে ধীরে গড়ে তোলেন নিজেকে।
মকর রাশির জাতকরা জানেন, কোনও মানুষের পক্ষেই নিখুঁত হওয়া সম্ভব নয়। বরং যেমন ভাবে, যে রূপে পৃথিবীতে এসেছেন, সেভাবেই এগিয়ে যেতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -