Zodiac Signs: স্বপ্ন দেখেন, কিন্তু অসম্ভব বাস্তবমুখী হন এই রাশির জাতকরা
কঠিন পরিস্থিতিতে জীবনের প্রতি আশা হারাই আমরা। হতাশা কাটাতে কেউ কেউ আবার অলীক স্বপ্নে বিভোর হয়ে থাকেন। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু মানুষ রয়েছেন, যাঁরা ভবিষ্যৎ বিয়ে আশাবাদী বটে, তবে বাস্তবমুখীও। তাই আশাহত হলেও ঘুরে দাঁড়াতে পারেন। বেশ কিছু রাশির কথা এখানে উল্লেখ্য। ছবি: পিক্সাবে।
কুম্ভরাশির জাতকরা ভারসাম্য বজায় রাখতে জানেন। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখেন যেমন, সেই স্বপ্ন যে সহজ নয়, বোঝেন তাও। ছবি: পিক্সাবে।
কুম্ভরাশির জাতকরা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে পারেন। অলীক স্বপ্ন হতাশা ছাড়া কিছু ডেকে আনতে পারে না, বোঝেন বিলক্ষণ। ছবি: পিক্সাবে।
সিংহ রাশির জাতকরা মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন। সাধ্যের মধ্যে যা অর্জন করা সম্ভব, লক্ষ্য সবসময় সেদিকেই থাকে। ছবি: পিক্সাবে।
জীবনে বড় স্বপ্ন অবশ্যই থাকে সিংহ রাশির জাতকদের। তবে ধাপে ধাপে পা রাখার পক্ষপাতী এঁরা। নিজের কাছে অত্যন্ত পরিষ্কার হন। ছবি: পিক্সাবে।
বৃষ রাশির জাতকদের চিন্তাভাবনা সময়ের থেকে এগিয়ে। প্রত্যেক সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখেন এঁরা। তবে আশাহত হন না। বরং সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খোঁজেন। ছবি: পিক্সাবে।
বৃষ রাশির জাতকরা সহজে হার মানেন না। নেতিবাচক ভাবনাকে ভর করতে দেন না মস্তিষ্কে। ছবি: পিক্সাবে।
বৃশ্চিক রাশির জাতকরা পরিস্থিতির গুরুত্ব বোঝেন। আকাশকুসুম চিন্তা না করে, হাতের কাছে যা পাওয়া যায়, তাতে ভর করেই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। ছবি: পিক্সাবে।
বৃশ্চিক রাশির জাতকরা ইতিবাচক মানকিসকতার হন। তবে বিপদ ঘনিয়ে এলে কী করণীয়, তাও ভেবে রাখেন আগে থেকে। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -