Zodiac Signs: সংসার সুখের হয় ভালবাসার জোরেই, সেকথা বিলক্ষণ বোঝেন এই রাশির জাতকরা

Astrology: সংসারে সুখ আনতে পরস্পরকে ভাল রাখাই জরুরি। এ কথা ভাল বোঝেন কিছু রাশির জাতকরা।

ছবি: পিক্সাবে।

1/10
একছাদের নীচে দীর্ঘদিন থাকলে সম্পর্ক অভ্যাসে পরিণত হয়। ফলে ভালবাসা জাহির করার বাড়তি তাগিদ থাকে না। বৈবাহিক সম্পর্কে কোনও না কোনও সময় এমন একটা সময় চলে আসেই।
2/10
কিন্তু কিছু রাশির জাতক এ ব্যাপারে অত্যন্ত সচেতন। জীবনসঙ্গীকে হাসিখুশি রাখা, সম্পর্কে ভালবাসাকে টিকিয়ে রাখতে বাড়তে প্রচেষ্টা থাকে এঁদের। ছোট্ট ছোট্ট বিষয় এঁদের নজরে থাকে।
3/10
জীবনসঙ্গীর মানসিক স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন কর্কট রাশির জাতকরা। কী করলে জীবনসঙ্গী একটু আরাম পান, পাশে থেকে কী করে সাহস জোগানো যায়, এ নিয়ে ভাবনা-চিন্তাও করেন।
4/10
নিজের চেয়ে জীবনসঙ্গীর চাহিদাকে এগিয়ে রাখেন কর্কট রাশির জাতকরা। কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফেরা হোক, বা সন্তানকে ঘুম পাড়ানো, অথবা মাঝরাতে দুষ্টু খিদে মেটাতে রান্নাঘরে যাওয়া, ভালই সামলাতে পারেন এঁরা।
5/10
কন্যা রাশির জাতকরা জীবনসঙ্গীকে আগলে রাখেন। অত্যন্ত গুরুত্ব দেন। সামনের জন যে নিরাপত্তা এবং ভালবাসার প্রত্যাশা রাখেন, তা ভালই বোঝেন এঁরা। তাই সেই আশ্বাস জোগাতে বাড়তি কিছুটা রাস্তা এগিয়ে যান কন্যা রাশির জাতকরা।
6/10
জীবনসঙ্গী যাতে অস্থির বোধ না করেন, অর্থনৈতিক এবং সামাজিক ভাবে নিরাপত্তা বোধ করেন, তার জন্য চেষ্টায় খামতি থাকে না কন্যা রাশির জাতকদের। একান্তে মন খুলে কথা বলা, পরস্পরের ওজর আপত্তির জায়গাগুলি তুলে ধরায় সব সময় তৈরি থাকেন এঁরা।
7/10
সিংহ রাশির জাতকরা এমনিতেই জীবনসঙ্গীর প্রতি যত্নশীল হন। দাম্পত্যে সুখ টিকিয়ে রাখতে সবরকম কাজ করতে প্রস্তুত এঁরা। অপর পক্ষের কথা মন দিয়ে শোনেন। কোথায় খামতি রয়ে যাচ্ছে, তা খুঁজে বার করতেও আপত্তি নেই এঁদের।
8/10
সিংহ রাশির জাতকরা জীবনসঙ্গীকে তুষ্ট রাখাকে এতটাই গুরুত্ব দেন যে কখনও কখনও সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে দোনোমনো করেন। বাড়িতে সবসময় হাসিখুশি থাকার পক্ষপাতী এঁরা। জীবনসঙ্গীর থেকেও একই আচরণ আশা করেন এঁরা। তবে না পেলে অভিযোগ জানান না।
9/10
জীবনসঙ্গীর মন জয় করতে মেষ রাশির জাতকদের জুড়ি মেলা ভার। ভালবাসা জাহির করায় কোনও রকম আপত্তি নেই এঁদের। বাড়িতে হাসিখুশি পরিবেশ গড়ে তোলার পক্ষে এঁরা।
10/10
দাম্পত্য জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকেন মেষ রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া, অশান্তিতে এগোন না। সামনের জনকে কখনও ছোট করেও দেখান না এঁরা। কোনও বিষয়ে একমত না হলেও, নিজের ইচ্ছে জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নন।
Sponsored Links by Taboola