Zodiac Signs: আড়ষ্টতা নেই বিন্দুমাত্র, অচেনা মানুষের সঙ্গেও বন্ধুত্ব পাতিয়ে ফেলতে পারেন এই রাশির জাতকরা
নিজস্ব পরিবৃত্ত থাকে আমাদের সকলেরই। পরিচিত বৃত্তের মধ্যেই সহজ বোধ করি আমরা কেউ কেউ। সহজে বাইরের কারও সঙ্গে মিশতে পারি না। যে কারণে বন্ধুর সংখ্যা হাতেগোনা কয়েক জনই থেকে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সকলের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়। জায়গা নতুন হোক বা চারপাশের লোকজন, মানুষজন, সহজেই ভিড়ে মিশে যেতে পারেন এঁরা। বন্ধু পাতিয়ে ফেলতে পারেন সহজেই। তাই কখনও বন্ধুহীন হতে হয় না এঁদের।
পরিস্থিতি যেমনই হোক না কেন মকর রাশির জাতকরা ভিড়ে মিশে যেতে পারেন। কোনও আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে এমন মোক্ষম প্রশ্ন ছুড়ে দিতে পারেন এঁরা, যাতে সকলের নজর এঁদের উপরই গিয়ে পড়ে।
শুধু বন্ধু পাতানোই নয়, বন্ধুত্ব টিকিয়ে রাখতেও পারদর্শী মকর রাশির জাতকরা। কোনও কারণে হয় ঝামেলা হয়েছে, মনোমালিন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বন্ধুত্বে, তার মধ্যেই আচমকা দেখা মুখোমুখি। কিছু হয়নি ভাব করে সামনের জনকে আগের মতোই আন্তরিকতা দেখাতে পারেন এঁরা।
কুম্ভরাশির জাতকরা ভিড়ে মিশে যেতে পারেন এমন নয়, তবে এঁরা নিজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করেন। সোজাসাপটা নিজের মতামত জানাতে পারেন এঁরা, যা অন্যের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায় এঁদের।
ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় নজর এড়ায় না কুম্ভরাশির জাতকদের। চারপাশে কী ঘটছে, তাও এঁদের অগোচরে থাকে না। তার সঠিক প্রয়োগও জানেন এঁরা, যা সামনের জনকে কথা চালিয়ে যেতে উৎসাহিত করে।
বৃশ্চিক রাশির জাতকরা প্রশংসা করতে জানেন। হাতে আঁকা ছবি হোক বা সাধারণ কোনও আচরণ, সামনের জনকে প্রশংসায় ভরিয়ে দিতে পারেন এঁরা। তাই সামাজিক ক্ষেত্রে তো বটেই, কাজের জায়গাতেও সকলের প্রিয়পাত্র হয়ে ওঠেন এঁরা।
এমনিতে বৃশ্চিক রাশির জাতকরা নিজের মতামত কারও উপর চাপিয়ে দেন না। এঁরা ভাল শ্রোতা। কারও সম্পর্কে কোনও ধারণায় পৌঁছনোর আগে তাঁর কথা ভাল করে শোনেন। ফলে সামনের জন নিজেকে গুরুত্বপূর্ণ ভাবেন এঁদের কাছে।
কন্যারাশির জাতকরা অত্যন্ত বুদ্ধিমান এবং চতুর হন। কোনও আলোচনায় ঢুকলে, চারপাশ প্রাণবন্ত হয়ে ওঠে। কঠিন পরিস্থিতিকেও এঁরা হাস্যরসে ভরিয়ে তুলতে পারেন।
অন্যের কাছে যা বিব্রতকর, কন্যারাশির জাতকদের কাছে তা অতি সহজ। যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন এঁরা। পরিস্থিতি বেগতিক দেখলে আবার বেরিয়েও আসতে পারেন কৌশলে। বিপদে পড়লে এঁদের কাছ থেকেই বুদ্ধি ধার করেন সকলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -