Zodiac Signs: অদৃশ্য দেওয়াল তুলে রাখেন চারপাশে, সহজে মন বোঝা যায় না এই রাশির জাতকদের
দেখা-সাক্ষাতের অপেক্ষামাত্র। অল্প সময়ের মধ্যেই কারও কারও সঙ্গে আলাপ জমে ওঠে। মনে হয় যেত কতদিনের চেনাশোনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেউ কেউ আবার মনের দরজায় খিল দিয়ে রাখেন। ফলে হাজারো চেষ্টা সত্ত্বেও তাঁদের মন বোঝা যায় না। এ ক্ষেত্রে কিছু রাশির জাতকের কথা বিশেষ ভাবে উল্লেখ্য।
কর্কট রাশির জাতকদের মনের গভীরতা জোয়ার-ভাঁটার প্রবাহের অনুরূপ। এঁদের মনে সব ধরনের অনুভূতিই থাকে। কিন্তু বাকিদের তুলনায় কিছুটা জটিল প্রকৃতির হয়।
কর্কট রাশির জাতকরা সহজে অনুভূতি প্রকাশ করেন না। কারও সামনে নিজেকে মেলে ধরেন না একেবারেই। বরং গুটিয়ে থাকেন। বরং সময়ের সঙ্গে, কাঁধে ভরসাযোগ্য কোনও হাতে স্পর্শ পেলে, আস্তে আস্তে সহজ হতে শুরু করেন।
বৃষ রাশির জাতকরা অত্যন্ত ধীর-স্থির হন। এঁদের মধ্যে কোনও দেখনদারি নেই। কারও কাছে নিজেকে প্রমাণের তাগিদ অনুভব করেন না এঁরা।
বৃষ রাশির জাতকরা নিজের অনুভূতি, জীবনের জটিলতা নিয়েই ঘেঁটে থাকেন অনেক সময়। তাই খেজুরে আলাপের চেয়ে নিজেকে মুক্ত করাই প্রধান লক্ষ্য হয় এঁদের।
মেষ রাশির জাতকরা স্বয়ংসম্পূর্ণ হন। বাইরের আবরণ কঠিন বলে মনে হলেও, এঁদের মন অত্যন্ত নরম প্রকৃতির হয়।
ইচ্ছাকৃত ভাবেই সকলের থেকে দূরত্ব বজায় রেখে চলেন মেষ রাশির জাতকরা। এতে নিজেকে নিরাপদ বলে মনে হয় এঁদের।
মিথুন রাশির জাতকরা সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। কারও কাছে কোনও দাবিদাওয়া নেই এঁদের। ফলে অনেকে নাকঁউচু মনে করতে পারেন।
অল্পেতেই কারও সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলতে পারেন না মিথুন রাশির জাতকরা। নিজের চৌহদ্দির মধ্যে যাকে তাকে প্রবেশ করতে দেন না। নিজের আলাদা জগৎ থাকে এঁদের। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -