Zodiac Signs: লোকজন থাকলেই বরং অস্বস্তি বোধ করেন, একা থাকাই পছন্দ এই রাশির জাতকদের

Astrological Predictions: কারও সঙ্গ লাগে না। একা বেশি স্বচ্ছন্দ এই রাশির জাতকরা।

ছবি: ফ্রিপিক।

1/10
মানুষ সমাজবদ্ধ জীব অবশ্যই। কিন্তু ভিড়ভাট্টা, হইচই ধাতে সয় না সকলের। এক্ষেত্রে কিছু রাশির কথা বিশেষ ভাবে উল্লেখ্য। সকলের মাঝে থাকার চেয়ে একাকী বেশি স্বচ্ছন্দ এঁরা।
2/10
একাকী থাকলে এঁরা নিজেকে নিয়ে ভাবেন, নিজের সিদ্ধান্ত বিচার-বিবেচনা করে দেখেন। এমনকি ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়েও ভাবনা-চিন্তা করেন।
3/10
মকর- নিজেকে নিয়ে থাকতে, নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন মকর রাশির জাতকরা। আত্মসমীক্ষা করে দেখেন এঁরা।
4/10
মকর রাশির জাতকরা লক্ষ্যে নিবিষ্ট থাকেন। হই-হট্টগোল বিশেষ পছন্দ করেন না এঁরা।
5/10
কুম্ভ- কুম্ভরাশির জাতকরা একটু উদাসীন প্রকৃতিরও হন। কাছের মানুষের প্রতি টান অনুভব করলেও, কিছুটা সময় অন্তত নিজের জন্য চাই এঁদের।
6/10
কুম্ভ রাশির জাতকরা একা থাকলে সহজে সমস্যার সমাধান বের করে ফেলেন। লোকজনের মাঝে এঁরা অস্বস্তি বোধ করেন।
7/10
বৃশ্চিক-নিজের সঙ্গে অত্যন্ত স্বচ্ছন্দ বৃশ্চিক রাশির জাতকরা। শুধু ভুল সংশোধন বা আত্মসমীক্ষা নয়, এএকা একা নিজেকে আবিষ্কারও করেন এঁরা।
8/10
বৃশ্চিক রাশির জাতকরা নিজেদের ভাবনায় হারিয়ে যান। চারপাশের মানুষকে নিয়েও এই সময় ভাবেন এঁরা।
9/10
কর্কট-অজানা জায়গায় হারিয়ে যেতে চান কর্কট রাশির জাতকরা। এঁরা নস্ট্যালজিয়াতেও ভোগেন। নিজের সঙ্গে নিজে কথা বলেন।
10/10
নিজের মনের কথা শুনতে পছন্দ করেন কর্কট রাশির জাতকরা। কাছের লোকজনকে নিয়ে দুশ্চিন্তা করলেও, সচরাচর প্রকাশ করেন না। নিজের মধ্যে কী সম্ভাবনা রয়েছে, তা ভাল করেই জানেন। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Sponsored Links by Taboola