Zodiac Signs: অন্ধকার নামলে স্বস্তি পান এঁরা, রাত যত বাড়ে, তত বেশি উজ্জীবিত হন এই রাশির জাতকরা
দিনভর কাজের শেষে বিছানায় পড়লেই অঘোরে ঘুমিয়ে পড়েন কেউ কেউ। আবার রাত বাড়লেই আসল দিন শুরু হয় কারও কারও। গভীর রাতেই সৃজনশীলতা বাড়ে এঁদের, উদ্ভাবনী ভাবনা ভর করে মাথায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগভীর রাত পর্যন্ত জেগে থাকেন এঁরা। নিজের ভাললাগার কাজ চালিয়ে যান। নিঝুম পরিবেশে নিজের সঙ্গে সময় কাটান এঁরা। বিশেষ করে কিছু রাশির জাতকদের মধ্যে এই প্রবণতা বেশি।
বৃশ্চিক রাশির জাতকরা স্বপ্ন দেখতে ভালবাসেন, তবে ঘুমিয়ে নয়, জীবন নিয়ে স্বপ্ন দেখতে ভালবাসেন এঁরা। রাত যত নিঝুম হয়, এঁদের কল্পনা পাখনা মেলে ততই।
রাত বাড়লে বৃশ্চিক রাশির জাতকরা অনেক বেশি স্বচ্ছন্দও বোধ করেন। কোথাও, কারও নজরদারি নেই, কে কী ভাববে, সেই চিন্তা নেই, নিজেদের কল্পনার জগতে ভেসে বেড়ান এঁরা।
মেষ রাশির জাতকদের মনোযোগ বাড়ে রাতে। রাত যত গভীর হয়, এঁদের সৃজনশীলতা প্রকাশিত হয় আরও। এঁদের কল্পনাপ্রবণ মন ঘুরে বেড়ায় ইতিউতি।
জীবনের ওঠাপড়া, চাওয়া-পাওয়া নিয়ে রাতের বেলায় ভাবনা-চিন্তা করেন মেষ রাশির জাতকরা। সমস্যা কাটিয়ে ওঠার অনুপ্রেরণাও পান।
মেষ রাশির জাতকরা আলো-আঁধারিও পছন্দ করেন। অবচেতনেই শিল্পীসত্ত্বা জেগে ওঠে। কারও সামনে সম্ভ্রম রক্ষার তাগিদ থাকে না, নিজের মতো করে থাকার স্বাধীনতা পান এঁরা।
কুম্ভ রাশির জাতকদের চিন্তাভাবনা একটু আলাদা হয়। রাতের নিস্তব্ধতায় এঁদের ভাবনা ডানা মেলে। চিৎকার-চেঁচামেচি, হই-হট্টগোলের বাইরে এঁরা নিজের জগৎ গড়ে তোলেন।
ধনু রাশির জাতকরা রোমাঞ্চ খোঁজেন। একঘেয়ে জীবনের মাঝে রাতকে তাই নিজের বলে মনে হয় এঁদের। বাকিরা যখন ঘুমের দেশে, জীবনের দিশা খুঁজে পান এঁরা।
দায়-দায়িত্বের জেরে এমনিতে নিজের শখর পূরণ হয় না। তাই রাতের বেলায় পছন্দের সিনেমা দেখা থেকে ইন্টারনেট সার্ফিং, জেগে থাকেন ধনু রাশির জাতকরা। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -