Zodiac Signs: অন্ধকার নামলে স্বস্তি পান এঁরা, রাত যত বাড়ে, তত বেশি উজ্জীবিত হন এই রাশির জাতকরা

Astrological Predictions: রাত যত বাড়ে, তত বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন এঁরা।

ছবি: ফ্রিপিক।

1/10
দিনভর কাজের শেষে বিছানায় পড়লেই অঘোরে ঘুমিয়ে পড়েন কেউ কেউ। আবার রাত বাড়লেই আসল দিন শুরু হয় কারও কারও। গভীর রাতেই সৃজনশীলতা বাড়ে এঁদের, উদ্ভাবনী ভাবনা ভর করে মাথায়।
2/10
গভীর রাত পর্যন্ত জেগে থাকেন এঁরা। নিজের ভাললাগার কাজ চালিয়ে যান। নিঝুম পরিবেশে নিজের সঙ্গে সময় কাটান এঁরা। বিশেষ করে কিছু রাশির জাতকদের মধ্যে এই প্রবণতা বেশি।
3/10
বৃশ্চিক রাশির জাতকরা স্বপ্ন দেখতে ভালবাসেন, তবে ঘুমিয়ে নয়, জীবন নিয়ে স্বপ্ন দেখতে ভালবাসেন এঁরা। রাত যত নিঝুম হয়, এঁদের কল্পনা পাখনা মেলে ততই।
4/10
রাত বাড়লে বৃশ্চিক রাশির জাতকরা অনেক বেশি স্বচ্ছন্দও বোধ করেন। কোথাও, কারও নজরদারি নেই, কে কী ভাববে, সেই চিন্তা নেই, নিজেদের কল্পনার জগতে ভেসে বেড়ান এঁরা।
5/10
মেষ রাশির জাতকদের মনোযোগ বাড়ে রাতে। রাত যত গভীর হয়, এঁদের সৃজনশীলতা প্রকাশিত হয় আরও। এঁদের কল্পনাপ্রবণ মন ঘুরে বেড়ায় ইতিউতি।
6/10
জীবনের ওঠাপড়া, চাওয়া-পাওয়া নিয়ে রাতের বেলায় ভাবনা-চিন্তা করেন মেষ রাশির জাতকরা। সমস্যা কাটিয়ে ওঠার অনুপ্রেরণাও পান।
7/10
মেষ রাশির জাতকরা আলো-আঁধারিও পছন্দ করেন। অবচেতনেই শিল্পীসত্ত্বা জেগে ওঠে। কারও সামনে সম্ভ্রম রক্ষার তাগিদ থাকে না, নিজের মতো করে থাকার স্বাধীনতা পান এঁরা।
8/10
কুম্ভ রাশির জাতকদের চিন্তাভাবনা একটু আলাদা হয়। রাতের নিস্তব্ধতায় এঁদের ভাবনা ডানা মেলে। চিৎকার-চেঁচামেচি, হই-হট্টগোলের বাইরে এঁরা নিজের জগৎ গড়ে তোলেন।
9/10
ধনু রাশির জাতকরা রোমাঞ্চ খোঁজেন। একঘেয়ে জীবনের মাঝে রাতকে তাই নিজের বলে মনে হয় এঁদের। বাকিরা যখন ঘুমের দেশে, জীবনের দিশা খুঁজে পান এঁরা।
10/10
দায়-দায়িত্বের জেরে এমনিতে নিজের শখর পূরণ হয় না। তাই রাতের বেলায় পছন্দের সিনেমা দেখা থেকে ইন্টারনেট সার্ফিং, জেগে থাকেন ধনু রাশির জাতকরা। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Sponsored Links by Taboola