Zodiac Signs: এঁদের নীরবতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন, অন্তর্মুখী হন এই রাশি জাতকরা
Astrology: মৌনতাকে দুর্বলতা ভেবে বসি আমরা। বিশেষ কিছু রাশির জাতক এই গোত্রে পড়েন না।
ছবি: পিক্সাবে।
1/11
কথার ফুলঝুরি ছোটে কারও মুখে, কেউ আবার সচরাচর রা কাড়েন না। কঠিন পরিস্থিতিতেও নীরবতা বজায় রাখেন। প্রশ্নবাণে বিদ্ধ হলেও কৈফেয়ত দিতে চান না, সামনের জনের অভাব-অভিযোগ খণ্ডনের তেমন গরজ দেখা যায় না তাঁদের মধ্যে।
2/11
এহেন নীরবতার নানা ব্যাখ্যা রয়েছে নানাজনের কাছে। যুক্তি-তক্কে পেরে না উঠেই চুপ রয়েছেন সামনের জন, নিজের সপক্ষে কিছু বলার নেই বলে ধরে নেন অনেকে। কিন্তু কারও নীরবতাকে তাঁর দুর্বলতা ভেবে নেওয়া ভুল। বিশেষ করে কিছু রাশির জাতকদের দুর্বল ভাবলে ভুল করবেন।
3/11
মীনরাশির জাতকরা অত্যন্ত সংবেদনশীল হন। কাউকে কিছু বুঝতে না দিয়ে ভিতরে ভিতরে আত্মসমীক্ষা করেন এঁরা। চারপাশ খুঁটিয়ে নিরীক্ষণ করেন। কারও সঙ্গে বিরোধে যাওয়া পোষায় না এঁদের।
4/11
তাই মীনরাশির জাতকদের দুর্বল মনে হতে পারে বাইরে থেকে। আসলে কিন্তু সবরকম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন এঁরা। কারও সামনে নিজেকে সঠিক প্রতিপন্ন করার চেয়ে, নিজের ভাবনাচিন্তা নিজের মধ্যে রাখায় বিশ্বাসী এঁরা।
5/11
বৃশ্চিক রাশির জাতকরা নিজের চারপাশে একটা রহস্য জিইয়ে রাখেন। নিজের ব্যক্তিগত অনুভূতি চারকান করেন না এঁরা। বিশেষ কারও সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাকিদের সামনে নিজেকে উজাড় করে দেওয়া পোষায় না এঁদের।
6/11
আসলে মুক্তচিন্তার মানুষ হন বৃশ্চিক রাশির জাতকরা। ঝামেলা এড়াতেই নিজের ভাবনা, নিজের মধ্যে রেখে দেন এঁরা। জীবনকে অন্য ভাবে দেখেন এঁরা, তাই এঁদের দুর্বল ভাবলে ভুল করবেন।
7/11
মকর রাশির জাতকরা একটু চুপচাপ থাকতে পছন্দ করেন। স্বভাবে ইন্ট্রোভার্ট হন। আবেগকে নিয়ন্ত্রণ করতে জানেন। নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে সামনের জনের অভিসন্ধি বোঝার চেষ্টা করেন।
8/11
তাই মকর রাশির জাতকদের দুর্বল ভাবা ভুল। কখন, কোন সময়ে প্রতিক্রিয়া জানানো উচিত, তা বিলক্ষণ জানেন এঁরা। জীবন যে অনিশ্চিত, তা বোঝেন। তাই পরিস্থিতির চাহিদা অনুযায়ী মানিয়ে নেন। অযথা ঝামেলা পাকানোর পক্ষপাতী নন এঁরা।
9/11
মেষ রাশির জাতকরা সহানুভূতিশীল হন। কিন্তু বাবা-বাছা করে কারও মাথায় হাত বোলানো এঁদের পোষায় না। নিজের ভাবনাচিন্তাকে সম্বল করে একা থাকতে পছন্দ করেন এঁরা। নিজেকে বোঝার, জানার চেষ্টা করেন। তাই চুপচাপ থাকেন।
10/11
মেষ রাশির জাতকরা বাস্তববাদী হন। কোন পরিস্থিতিতে কেমন আচরণ করা উচিত, সে ব্যাপারে স্পষ্ট ধারণা রয়েছে এঁদের। তাই গলাবাজি না করে নিজের লক্ষ্যে অবিচল থাকেন। কথায় নয়, কাজে করে দেখানোই পছন্দ এঁদের।
11/11
image 4
Published at : 26 Jul 2023 09:04 AM (IST)