Zodiac Signs: সমাদর জোটে না সকলের কপালে, এই রাশির জাতকদের ভুল বোঝেন অনেকেই
Astrology: ভাল কাজ করতে গেলেও, ভুল বোঝেন চারপাশের মানুষ। কিছু রাশির জাতকদেরই এই সমস্যায় পড়তে হয়।
Continues below advertisement
ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
1/10
বয়ঃসন্ধি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় চারপাশের মানুষের থেকে বিচ্ছিন্ন বোধ করি আমরা। কেউ যেন বোঝার চেষ্টা করছেন না, যা-ই করতে যাই না কেন, সকলে ভুল বুঝছেন বলে মনে হয়।
2/10
তবে প্রাপ্তবয়স্ক হয়েও এই সমস্যা ঘোচে না অনেকের। যতই উদারতা দেখাতে যাই না কেন, চারপাশের মানুষজন শুধু ভুল দেখতে পাচ্ছেন এবং ক্রমাগত ভুল বুঝে চলেছেন বলেই মনে হয়। কিছু মানুষের সঙ্গেই এমনটা ঘটে, যার নেপথ্যে রাশিচক্রের যোগ রয়েছে বলে মনে করেন জ্যোতিষীরা।
3/10
কন্যারাশির জাতকরা মিতভাষী হন। এঁদের দয়াশীল চরিত্র মানুষের কাছে গ্রহণযোগ্যতা গড়ে তোলে। কিন্তু কাজের জায়গায় পেশাদার আচরণই বজা রাখেন। সতীর্থদের কাছে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন না।
4/10
কী করছেন, কেন করছেন, এর ব্যাখ্য দিতে পছন্দ করেন না কন্যা রাশির জাতকরা। তাই যতই উদারতা দেখান না কেন, এঁদের সম্পর্কে ভুল ধারণা জন্মায় চারপাশের মানুষের। এঁদের অনেক সময় উদাসীন বলে মনে হয়।
5/10
ধনু রাশির জাতকরা অত্যন্ত বিনম্র হন। তবে উচ্চাকাঙ্খা থাকে মনের মধ্যে। নিজের দায়দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল এঁরা। তবে দেখা হওয়া মাত্রা কাউকে বুকে টেনে নিতে পারেন না এঁরা।
Continues below advertisement
6/10
সকলের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন না ধনু রাশির জাতকরা। ফলে হঠাৎ কাউকে সাহায্য করতে গেলে এঁদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে। তবে যাঁরা ধনু রাশির জাতকদের চেনেন, বোঝেন, তাঁরা জানেন এঁরা একেবারে খাঁটি মানুষ।
7/10
বৃষ রাশির জাতকরা পরিবেশের সঙ্গে একাত্ম বোধ করেন। ছোট ছোট মুহূর্তই এঁদের জীবনে আনন্দ বয়ে আনে। এঁদের দয়াশীল এবং বিনম্র আচরণ সম্পর্কে কাছের মানুষরাই ওয়াকিবহাল।
8/10
বৃষ রাশির জাতকরা একটু লাজুক প্রকৃতিরও হন। সহজেই কারও সঙ্গে মিশতে পারেন না। এর ফলে অনেকে ভুল বোঝেন এঁদের।
9/10
মিথুন রাশির জাতকরা শিষ্টাচার, ভদ্র ব্যবহারে বিশ্বাসী। কারও সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন না এঁরা। চোখের সামনে অন্যায় হতে দেখলেও, বিচার-বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ায় বিশ্বাসী এঁরা। আগ্রাসী মনোভাব দেখান না।
10/10
কিন্তু মিথুন রাশির জাতকদের ভদ্রতাকে দুর্বলতা হিসেবে দেখেন চার পাশের মানুষ। তাই অনেক সময় ফায়দা তোলার চেষ্টা করেন। কাজের ক্ষেত্রে তো বটেই, ব্যক্তিগত পরিসরেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এঁদের। (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 27 Jun 2023 06:34 PM (IST)