Zodiac Signs: হাত খুলে খরচ নয়, এক-এক পয়সার হিসেব রাখেন, টাকা সঞ্চয় করতে জানেন এঁরা
Astrology: টাকা রোজগার করলেও, জমাতে পারেন না সকলে। কিছু রাশির জাতক আবার সঞ্চয়ে পারদর্শী।
ছবি: পিক্সাবে।
1/10
বর্তমান দিনে যত্র আয়, তত্র ব্যয় নীতিতেই জীবন চলছে অধিকাংশ মানুষের। সামান্য আয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে উঠছেন সকলে। কোথায় যে টাকা খরচ হয়ে যাচ্ছে, হদিশ মিলছে না।
2/10
কিন্তু এ ব্যাপারে ব্যতিক্রমী কিছু রাশির জাতক। বাজেট তৈরি করে, হিসেব করে চলেন তাঁরা। এমনকি সামান্য আয় থেকে টাকা সঞ্চয়ও করতে সফল হন।
3/10
কন্যা রাশির জাতকরা অত্যন্ত হিসেবি হন। কোথায়, কত খরচ পড়ে, সে ব্যাপারে স্পষ্ট ধারণা থাকে এঁদের। তাই সহজে পয়সা গলে না হাত থেকে।
4/10
অত্যন্ত শৃঙ্খলাপরায়ণও হন কন্যা রাশির জাতকরা। কোন খাতে কত খরচ, মাসের শুরুতেই ছক কষে নেন তাঁরা। সেই মতো টাকা রেখে, বাকি টাকা তুলে রাখেন।
5/10
বৃশ্চিক রাশির জাতকরা কৌশলী স্বভাবের হন। প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে ভাবতে পারেন এঁরা। কোথায়, কত কম খরচ করা যায়, আগে থেকেই ভেবে রাখেন।
6/10
মকর রাশির জাতকরা বাস্তববাদী হন। টাকা নিয়ে ছেলেখেলা করেন না এঁরা। জীবন চালাতে গেলে অর্থ যে প্রয়োজন, কম বয়সেই বুঝে যান।
7/10
তাই মাসের শুরুতেই বাজেট তৈরি করে নেন মকর রাশির জাতকরা। বাড়তি খরচ যতটা সম্ভব এড়িয়ে চলেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন।
8/10
দরদাম করতেও পারেন বৃশ্চিক রাশির জাতকরা। অযথা দামি জিনিস কিনে পয়সা খরচের চেয়ে, প্রয়োজনকে গুরুত্ব দেন এঁরা।
9/10
কুম্ভ রাশির জাতকরা হিসেব করে চলার পক্ষপাতী। চারপাশের মানুষের পছন্দ না হলেও, নিজের নীতিতেই চলেন এঁরা। দেখনদারিতে বিশ্বাস করেন না একেবারেই।
10/10
দূরদৃষ্টি সম্পন্নও হন কুম্ভ রাশির জাতকরা। ভবিষ্যতে যখন তখন যে বিপদ নেমে আসতে পারে, বোঝেন ভালই। তাই আগে থেকেই টাকা সঞ্চয় করে রাখেন। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 17 Aug 2023 05:29 PM (IST)