Zodiac Signs: হাত খুলে খরচ নয়, এক-এক পয়সার হিসেব রাখেন, টাকা সঞ্চয় করতে জানেন এঁরা
বর্তমান দিনে যত্র আয়, তত্র ব্যয় নীতিতেই জীবন চলছে অধিকাংশ মানুষের। সামান্য আয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে উঠছেন সকলে। কোথায় যে টাকা খরচ হয়ে যাচ্ছে, হদিশ মিলছে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এ ব্যাপারে ব্যতিক্রমী কিছু রাশির জাতক। বাজেট তৈরি করে, হিসেব করে চলেন তাঁরা। এমনকি সামান্য আয় থেকে টাকা সঞ্চয়ও করতে সফল হন।
কন্যা রাশির জাতকরা অত্যন্ত হিসেবি হন। কোথায়, কত খরচ পড়ে, সে ব্যাপারে স্পষ্ট ধারণা থাকে এঁদের। তাই সহজে পয়সা গলে না হাত থেকে।
অত্যন্ত শৃঙ্খলাপরায়ণও হন কন্যা রাশির জাতকরা। কোন খাতে কত খরচ, মাসের শুরুতেই ছক কষে নেন তাঁরা। সেই মতো টাকা রেখে, বাকি টাকা তুলে রাখেন।
বৃশ্চিক রাশির জাতকরা কৌশলী স্বভাবের হন। প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে ভাবতে পারেন এঁরা। কোথায়, কত কম খরচ করা যায়, আগে থেকেই ভেবে রাখেন।
মকর রাশির জাতকরা বাস্তববাদী হন। টাকা নিয়ে ছেলেখেলা করেন না এঁরা। জীবন চালাতে গেলে অর্থ যে প্রয়োজন, কম বয়সেই বুঝে যান।
তাই মাসের শুরুতেই বাজেট তৈরি করে নেন মকর রাশির জাতকরা। বাড়তি খরচ যতটা সম্ভব এড়িয়ে চলেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন।
দরদাম করতেও পারেন বৃশ্চিক রাশির জাতকরা। অযথা দামি জিনিস কিনে পয়সা খরচের চেয়ে, প্রয়োজনকে গুরুত্ব দেন এঁরা।
কুম্ভ রাশির জাতকরা হিসেব করে চলার পক্ষপাতী। চারপাশের মানুষের পছন্দ না হলেও, নিজের নীতিতেই চলেন এঁরা। দেখনদারিতে বিশ্বাস করেন না একেবারেই।
দূরদৃষ্টি সম্পন্নও হন কুম্ভ রাশির জাতকরা। ভবিষ্যতে যখন তখন যে বিপদ নেমে আসতে পারে, বোঝেন ভালই। তাই আগে থেকেই টাকা সঞ্চয় করে রাখেন। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -