Zodiac Signs: জীবনে শুধু শান্তি চান, সম্পর্কে মাথানত করতেও পিছপা হন না এই রাশির জাতকরা
সম্পর্কে জড়িয়ে পড়া সহজ। সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাও যায়। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন কাজ। নিজের উপরই রাগ হয় কখনও কখনও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু মানুষ আছেন যাঁরা জীবনে শান্তি টিকিয়ে রাখতেই বেশি উৎসুক। সেই কারমে মাথানত করে থাকতেও কুণ্ঠা বোধ করেন না। এক্ষেত্রে কিছু রাশির জাতকের কথা বিশেষ ভাবে উল্লেখ্য।
সম্পর্কে সবকিছু উজাড় করে দেন কুম্ভ রাশির জাতকরা। ভালবাসার মানুষের ভাল থাকাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্ব পায়।
সঙ্গীকে ভাল রাখতে কুম্ভ রাশির জাতকরা অনেক সময় সব সীমাও অতিক্রম করে যান। নিজের চাওয়া-পাওয়ার সঙ্গেও আপস করে নেন এঁরা।
মীন রাশির জাতকরা অত্যন্ত সহানুভূতিশীল। সম্পর্ক টিকিয়ে রাখতে কোনও পদক্ষেপ করা থেকেই পিছিয়ে থাকেন না এঁরা।
সম্পর্কে নিজের আশা-আকাঙ্খার কথা ভাবেনই না মীন রাশির জাতকরা। অহং বোধকেও দূরে সরিয়ে রাখেন এঁরা।
কর্কট রাশির জাতকরা অত্যন্ত সংবেদনশীল হন। একবার যদি কোনও সিদ্ধান্ত নেন, সেখান থেকে সরে আসেন না।
সম্পর্কের ক্ষেত্রেই এই অবস্থানই থাকে কর্কট রাশির জাতকদে। একবার যখন সম্পর্কে জড়িয়ে পড়েন, তার জন্য আত্মত্যাগেও পিছপা হন না।
তুলা রাশির জাতকরা অত্যন্ত বুদ্ধি ধরেন। সহজে উত্তেজিত হন না। ভালবাসার মানুষের জন্য মাথানত করলে যদি সম্পর্ক টিকে থাকে, তাতে আপত্তি নেই এঁদের।
তুলা রাশির জাতকরা প্রচণ্ড সংবেদনশীল হন। সহজে ক্ষমা করে দিতে পারেন। ঝগড়ার সময়ও এঁরাই সুর নরম করেন। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -