Zodiac Signs: এত পরিশ্রমের পর দু’টো লোক চিনবে না! নিজগুণে বিখ্যাত হতে চান এই রাশির জাতকরা
যতই অন্তর্মুখী হই না কেন আমরা, কখনও কখনও গুরুত্ব পেতে ভালই লাগে। নিজের কৃতিত্ব ঢাক পিটিয়ে প্রচার না করলেও, চারপাশের মানুষজন সাফল্যকে স্বীকৃতি দিলে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসও বাড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু মানুষ রয়েছেন, প্রচার ভাললাগে তাঁদের। চারপাশের মানুষ তাঁদের জানুন, চিনুন, মনে এমন ইচ্ছে থাকে। বিখ্যাত হওয়ার স্বপ্ন থাকে এঁদের। বিশেষ কিছু রাশির জাতকদের ক্ষেত্রে এই প্রবণতা একটু বেশিই লক্ষ্য করা যায়।
সিংহ রাশির জাতকরা কাজের ক্ষেত্রে পরিচিতি পাওয়ার স্বপ্ন দেখেন। তার জন্য হাড়ভাঙা পরিশ্রমেও আপত্তি নেই এঁদের। এঁদের ব্যক্তিত্ব হয় আকর্ষণীয়। আত্মবিশ্বাসে ভরপুর হয় মন।
সিংহ রাশির জাতকরা যে কাজেই হাত দেন না কেন, শিখে নিতে বেশি সময় লাগে না। ফলে নিজের প্রাপ্যটুকু বুঝে নেওয়ার আশা থাকে মনে। তাঁদের প্রতিভা সমাজে স্বীকৃতি পাক, এমন বাসনা থাকে।
কর্কট রাশির জাতকরা সৃজনশীল হন। শিল্পকলার দিকে ঝোঁক থাকে এঁদের। কেরিয়ার হিসেবেও তেমন পেশাকেই বেছে নেন। জীবনে কী চান, সে ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকে এঁদের।
শেখার কোনও শেষ নেই বলে মনে করেন কর্কট রাশির জতকরা। তাই নিজকে দক্ষ এবং যোগ্য করে তোলার দিকেই মন থাকে। আর সেই পরিশ্রমের নিরিখে সুনাম হোক, এমন বাসনা থাকে মনে।
মেষ রাশির জাতকদের মধ্যে উদ্ভাবনী শক্তি থাকে। এঁরা উচ্চাকাঙ্খী হন। প্রতিযোগিতা এঁদের ভালই লাগে, যাতে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ মেলে। তবে নাকউঁচু স্বভাব থাকে না।
মেষ রাশির জাতকরা বহুমুখী প্রতিভাসম্পন্ন হন। বিনোদন এবং জনসংযোগ ক্ষেত্রে সাফল্য পান। কাজ ফেলে রাখা পোষায় না এঁদের। নিজগুণেই পরিচিতি পেতে চান এঁরা।
ধনু রাশির জাতকরা ইতিবাচক ভাবনায় বিশ্বাসী হন। নিত্যনতুন দিগন্ত উন্মোচন করতে চান এঁরা। লেখালেখি, বেড়ানোর দিকে ঝোঁক থাকে এঁদের। তবে গড়পড়তার জীবন এঁদের পোষায় না।
সোশ্যাল মিডিয়া হোক বা সমাজ-সংসার, চারজন মানুষ তাঁদের চিনবেন, জানবেন, এমন বাসনা থাকে ধনু রাশির জাতকদের। আত্মবিশ্বাসী হন এঁরা। কাজের ক্ষেত্রে তা প্রতিফলিতও হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -