Zodiac Signs: আশাহত হন না, হাসি ধরে রাখেন ঠোঁটে, প্রত্যাখ্যানে বরং উদ্যম বাড়ে এই রাশির জাতকদের
Astrological Predictions: সাফল্যের মতো ব্যর্থতার সংজ্ঞা এক-এক জনের কাছে এক-এক রকম। প্রত্যাখ্যানের পরও উদ্যম হারান না কিছু রাশির জাতক।
ছবি: পিক্সাবে।
1/10
সর্বত্র নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা সম্ভব নয় কোনও মানুষের পক্ষেই। তাও কোথাও অফুরন্ত ভালবাসা মেলে, কোথাও আবার কপালে জোটে প্রত্যাখ্যান। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রায়শই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের।
2/10
কিন্তু প্রত্যাখ্যান সমান ভাবে গ্রহণ করতে পারেন না সকলে। যদিও এ ব্যাপারে ব্যতিক্রমী কিছু রাশির জাতক। সৌষ্ঠবের সঙ্গেই প্রত্যাখ্যান মেনে নেন তাঁরা। কোনও ক্ষোভ পুষে রাখেন না মনে। বরং নিজেকে আরও গড়েপিটে নেন।
3/10
মিথুন রাশির জাতকদের উপস্থিতি সর্বত্রই উজ্জ্বল। অত্যন্ অপ্রস্তুতকর পরিস্থিতিতেও সৌষ্ঠব বজায় রাখতে জানেন এঁরা। যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন।
4/10
ভাল কথা বলতেও পারেন মিথুন রাশির জাতকরা। প্রয়োনে নিজেই নিজেকে পেপটক দেন এঁরা। প্রত্যাখ্যানকে এগিয়ে যাওয়ার সিঁড়ি হিসেবেই দেখেন এঁরা, যাতে আরও ঘষেমেজে নিজেকে যোগ্য করে তুলতে পারেন।
5/10
বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। কোথাও থেকে খালি হাতে ফিরতে হতে পারে বলে আগেভাগেই টের পান এঁরা। তাই পরিস্থিতির জন্য প্রস্তুত রাখেন নিজেকে।
6/10
আগে থেকে বুঝতে পারেন বলেই দুর্বল মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। অত্যন্ত পরিণত মানসিকতার মানুষ হন এঁরা। প্রত্যাখ্যানে আহত হলেও, নিজেকে নিখুঁত করে তোলাই লক্ষ্য হয় এঁদের।
7/10
মকর রাশির জাতকরা বাস্তববাদী হন। কেউ প্রত্যাখ্যান করলে বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামান না এঁরা। বরং পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, ভুলচুক কী ভাবে ঠিক করা যায়, সেই চিন্তাই করেন।
8/10
আগে থেকে গোটা পরিকল্পনা সেরে রাখেন মকর রাশির জাতকরা। নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে এঁদের। তাই পথে হোঁচট খেয়ে থেমে যান না।
9/10
ধনু রাশির জাতকরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। তাই প্রত্যাখ্যাত হলে একেবারেই ভেঙে পড়েন না। বরং নতুন সুযোগ খুঁজতে শুরু করেন।
10/10
ধনু রাশির জাতকরা মানসিক ভাবে অত্যন্ত শক্তি ধরেন। যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন এঁরা। ব্যর্থতা নিয়ে কাঁদুনি না গেয়ে, তা থেকে শিক্ষা নেওয়ায় বিশ্বাসী এঁরা। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 08 Aug 2023 10:29 AM (IST)