Zodiac Signs: অর্থ না থাকলেই অনর্থ, অল্প বয়সেই বুঝে যান সারসত্য, সঠিক জায়গায় বিনিয়োগ করতে জানেন এঁরা
Astrology: টাকা পয়সা হাতে থাকলেও, সঠিক জায়গায় বিনিয়োগ করতে জানেন না অনেকে। এ ব্যাপারে ব্যাতিক্রম কিছু রাশির জাতক।
ছবি: পিক্সাবে।
1/10
হাতে টাকা থাকলেও, কী করা উচিত বুঝে উঠতে পারি না আমরা। বছরের পর বছর ব্যাঙ্কে ফেলে রাখি ন্যূনতম সুদের জন্য। তাতে আখেরে লাভ হয় না কিছুই।
2/10
কিন্তু এ ব্যাপারে অত্যন্ত সচেতন কিছু রাশির জাতক। কোন খাতে, কত বিনিয়োগ করলে মুনাফা হবে, সবকিছু একেবারে নখদর্পণে তাঁদের। তার জন্য বিস্তর পড়াশোনাও করেন।
3/10
কুম্ভ রাশির জাতকরা অর্থনৈতিক বিষয়ে অত্যন্ত দূরদর্শী হন। শেয়ার মার্কেট সম্পর্কে ওয়াকিবহাল হন এঁরা। অন্যকেও দিতে পারেন পরামর্শ।
4/10
টাকা-পয়সার ব্য়াপারে আবেগের চেয়ে মস্তিষ্ককে গুরুত্ব দেন কুম্ভ রাশির জাতকরা। জীবনে অর্থের গুরুত্ব কতটা, তা ভাল ভাবে বোঝেন এঁরা।
5/10
কর্কট রাশির জাতকরা আবেগপ্রবণ হন, একটু সংবেদনশীলও। জীবনকে গুছিয়ে রাখার পক্ষপাতী এঁরা। কোটিপতি না হলেও, বুঝেশুনে বিনিয়োগ করতে জানেন এঁরা।
6/10
কর্কট রাশির জাতকরা একাহাতে সব গুছিয়ে রাখতে পারেন। টাকা পয়সার ব্যাপারেও অন্যের উপর নির্ভরশীল হন না। বিনিয়োগের আগে আগুপিছু সব খতিয়েও দেখেন এঁরা।
7/10
মকর রাশির জাতকরা বাস্তববাদী হন। টাকা না থাকলে কেউ দেখবে না, অল্প বয়সেই বুঝে যান সারসত্য। তাই টাকাপয়সার সঙ্গে আপসে যান না।
8/10
মকর রাশির জাতকরা যে ক্ষেত্রেই যুক্ত হন না কেন, সাফল্য অর্জন করেন। ফলে রোজগার নিয়ে তেমন সমস্যায় পড়তে হয় না। হাতে টাকা আসতে থাকায়, বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকেন এঁরা।
9/10
কন্যা রাশির জাতকদের টাকা জমানোর নেশা থাকে। শুধু টাকা জমানোই নয়, কম সময়ে কী ভাবে টাকা দ্বিগুণ হয়, তা নিয়ে খোঁজখবর নিতে থাকেন এঁরা। তবে যে কাউকে বিশ্বাস করেন না।
10/10
কন্যা রাশির জাতকরা অন্যের প্রতি যত্নশীল হন। বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করেন না। তার জন্যও লাভজনক জায়গাতেই বিনিয়োগ করেন।
Published at : 22 Jun 2023 03:22 PM (IST)